Top

ডিসিডিএসের সপ্তাহব্যাপী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

০১ জুন, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
ডিসিডিএসের সপ্তাহব্যাপী আন্তঃবিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

ঢাকা কলেজের আন্তঃ ডিসিডিএস বিতর্ক প্রতিযোগিতা-২০২২ শেষ হয়েছে । গত ২৫ মে এ প্রতিযোগিতা শুরু হয়ে গত বুধবার (১ জুন) শেষ হয়।

ঢাকা কলেজের আ.ন.ম খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি নবীনদের বরণ এবং প্রাক্তনদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি জিহাদ আসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস শিকদার এবং বিশেষ অতিথি ছিলেন উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট ওবায়দুল করিম।

এছাড়াও বিচারক হিসেবে ছিলেন ডিসিডিএসের প্রাক্তন সদস্য এবং বাংলাদেশ টেলিভিশন ডিবেট কমপিটিশনের প্যানেল বিচারক মাজেদ আজাদ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির প্রাক্তন সেক্রেটারি মোহাম্মদ হাবিবুল্লাহ।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, নবীনদের বরণ ও বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার