পাঁচ শাখায় পুঞ্জীভূত হচ্ছে সরকারি চার ব্যাংকের ঋণ। এতে রাষ্ট্র পরিচালিত ব্যাংকগুলো এখন ঝুঁকিতে রয়েছে। ২০২১ সালের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ ২ লাখ ৩৬ হাজার ৮৯৯ কোটি টাকা। এরমধ্যে মাত্র পাঁচটি শাখার মাধ্যমেই বিতরণ করা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৯৯ কোটি টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ৫২ দশমিক ৬০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর শেষে মোট ৬৯ হাজার ৬০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক। এর মধ্যে ২৪ হাজার ৯২ কোটি টাকা ছাড় করা হয়েছে মাত্র পাঁচটি শাখা থেকে, যা বিতরণকৃত মোট ঋণের ৩৫ শতাংশ।
শুধু সোনালী ব্যাংক নয় পাঁচ শাখার মাধ্যমে অধিকাংশ ঋণ বিতরণ করা ব্যাংকের তালিকায় রয়েছে আরও তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২০২১ সালের ডিসেম্বর শেষে সবচেয়ে বেশি পাঁচ শাখায় ঋণ ছাড় করে জনতা ব্যাংক। ৬৯ হাজার ৯৬৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে জনতা ব্যাংক। এর মধ্যে মাত্র পাঁচ শাখার মাধ্যমে বিতরণ হয়েছে ৫০ হাজার ৮১২ কোটি টাকা। অর্থাৎ বিতরণকৃত ঋণের ৭৩ শতাংশই বিতরণ হয়েছে মাত্র পাঁচটি শাখার মাধ্যমে। এছাড়া ২০২১ সালে ৫৯ হাজার ৭৯০ কোটি টাকা ঋণ বিতরণ করে অগ্রণী ব্যাংক। পাঁচ শাখার মাধ্যমেই ২৭ হাজার ২৮০ কোটি টাকা বিতরণ করে, যা বিতরণ ঋণের ৪৬ শতাংশ।
এদিকে ২০২১ সালের ডিসম্বর পর্যন্ত ৩৮ হাজার ৮৩ কোটি টাকা বিতরণ করেছে রূপালী ব্যাংক, যা রূপালী ব্যাংকের বিতরণকৃত ঋণের ৫৯ শতাংশ। ওই পাঁচ শাখার মাধ্যমে ব্যাংকটির বিতরণ হয়েছে ২২ হাজার ৪১৫ কোটি টাকা।
সম্প্রতি রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের আর্থিক পর্যালোচনা বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বড়দের পেছনে ছুটলে হবে না। বরং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে হবে। যারা খাদ্যপণ্য উৎপাদন মূল কারিগর। এসব এসএমই, সিএসএমই ও কৃষি উদ্যোক্তারা খেলাপিও কম হন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের ক্যামেলস রেটিংয়ে খারাপ অবস্থায় রয়েছে ব্যাংকগুলো। প্রতিবেদনে দেখা যায়, গত বছরের ডিসেম্বরের শেষে সোনালী ব্যাংকের ক্যামেলস রেটিং দাঁড়িয়েছে ৩.৯৬, জনতা ব্যাংকের ক্যামলস রেটিং ৪.২৩, অগ্রণী ব্যাংকের ৪.১৮ এবং রূপালী ব্যাংকের ৪.০৪।
বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংককে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে এবং জনতা ব্যাংক এবং রূপালী ব্যাংককে তাদের অসুস্থ আর্থিক সূচকগুলোর কারণে ব্যাপক ঝুঁকি ব্যবস্থাপনা রেটিংয়ে গুরুতর ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে।