Top

ঢাবিতে বাম সংগঠনের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

০৭ জুন, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
ঢাবিতে বাম সংগঠনের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
মেহদী ইসলাম, জাবি :

সোমবার (৬ জুন) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও ভবন প্রদিক্ষণ করে বটতলায় এসে শেষ হয়। ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

বিক্ষোভ মিছিলে ঢাবিতে বামপন্থী ছাত্রসংগঠন গুলোর বিক্ষোভে ‘ন্যাক্কারজনক’ হামলার প্রতিবাদের পাশাপাশি হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, যেকোনো সময় আমাদের উপর হামলা হতে পারে, এ-রকম অনিশ্চিত ভয়ংকর জীবন যাপন আমরা করছি।

সীতাকুণ্ডে যে-সব শ্রমিক মারা গেলেন তাদের বাসায় আজ খাবার নেই, মানসিকভাবে এইসব পরিবার আজ ভালো না, এইদিকে আমাদের রাষ্ট্রের ভ্রুক্ষেপ নেই। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, চোখের পলকে সড়ক দুর্ঘটনায় পরিবারের পর পরিবার হারিয়ে যাচ্ছে, ২০১৮ তে নিরাপদ সড়ক চাই আন্দোলনে রাস্তায় নেমে এসেছি।আমরা চোখে আঙুল দিয়ে বলতে পারি এখন যারা ক্ষমতায় আছে এরা চোখে দেখে না, কানে শুনে না, এরা মানুষের দুঃখ কষ্ট বুঝে না, যারা জনগণের দুঃখ দেখে না, কানেও শুনে না এরা আর ক্ষমতায় থাকতে পারে না, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এদেরকে সরাতে হবে।

সাংস্কৃতিক জোটের সেক্রেটারি সামিউল জাহিদ পৃথম বলেন, প্রগতিশীল ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে যারা আক্রমণ করেছেন আমরা তাদের বিপক্ষে দাঁড়াচ্ছি আমরা তার প্রতিবাদ করছি, গতকাল ঘটে যাওয়া দূর্ঘটনার পর রাষ্ট্রীয় ভাবে শোক প্রকাশ করা উচিত ছিলো কিন্তু তা না করে আমাদের সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। আমাদের রাষ্ট্র কাদের হাতে আছে, কারা চালাচ্ছে, এরা জনগণের জন্য কতটা ভাবেন উনাদের কর্মকাণ্ডে বুঝা যায়।

চলচ্চিত্র আন্দোলনের কায়েস মাহমুদ স্নিগ্ধ বলেন, জিডিপির গল্প শুনানো হচ্ছে কিন্তু ফায়ার সার্ভিসের কাছে নেই প্রয়োজনীয় ইকুইপমেন্ট, মানুষ আগুনে পুড়ে মরে যাচ্ছে। ইকুইপমেন্টের অভাবে ভালোভাবে কাজ করতে পারছে না ফায়ার সার্ভিস, তাহলে আমরা এই জিডিপি দিয়ে কি করবো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনৌজ কান্তি রায় বলেন, দেশ চলছে উদ্ভট এক ঘোড়ার পিঠে। যে ঘোড়া বিনা ভোটে নির্বাচিত, এরা জনগণকে নিয়ে ভাবে না বরং কিভাবে মানুষকে মেরে ফেলা যায় সেই পায়তারা করছে, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া শ্রমিকদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হোক এটা আমাদের দাবি। কিন্তু ছাত্রলীগ এটা চায় না তাইতো আমাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করলো। তাদের কাজ কি, হল দখল করা টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, ছাত্রদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিলো, এই ছাত্রদের মাধ্যমে আগাছা মুক্ত করে দেশ সুন্দর করা হবে।

এছাড়াও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

শেয়ার