Top
সর্বশেষ

নারী ও শিশু উন্নয়নে সচেতনতা উদ্বুদ্ধকরনে লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ জুন, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
নারী ও শিশু উন্নয়নে সচেতনতা উদ্বুদ্ধকরনে লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

নারী ও শিশু উন্নয়নে লিগ্যাল এইড কমিটির প্রধানমন্ত্রীর গৃহীত ১০ টি বিশেষ কর্মসূচি বাসত্মবায়নে উদ্বুদ্ধকরন বিষয়ে জেলা টির মতবিনিময় সভা গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির এর সভাপতিত্বে নারী ও শিশু উন্নয়নে সচেতনতা বিষয়ে বক্তৃতা করেন, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা লিগ্যাল এইড অফিসার মো: ফরিদুজ্জামান।

মতবিনিময় সভায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স’ানীয় নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।

বক্তাগন মতবিনিময় সভায় বর্তমান সরকারের গৃহীত নারী ও শিশু উন্নয়ন বিষয়ক, গুজব, মাদক ও জঙ্গিবাদ বিরোধী গনসচেতনতা সৃষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ড়্গমতায়ন কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, জন্মনিবন্ধন, মা ও শিশু স্বাস’্য এবং নিরাপদ মাতৃত্ব নিয়ে জ্ঞানদান করেন।

শেয়ার