Top

ডলারের দাম কমল ৫০ পয়সা

০৮ জুন, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
ডলারের দাম কমল ৫০ পয়সা
নিজস্ব প্রতিবেদক :

ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় ডলারের দাম কয়েক মাস ধরে বেড়েই চলছিল। কিন্তু আজ হঠাৎ করে ডলারের দাম উল্টো কমতে দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলো কাছে প্রতি ডলার বিক্রি করেছে ৯১ টাকা ৫০ পয়সা। অথচ তার একদিন আগে মঙ্গলবার ডলার বিক্রি হয়েছে ৯২ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘করোনার পরে রপ্তানি ও রেমিট্যান্স আয়ের তুলনায় আমদানি ব্যয় অধিক হারে বেড়ে গেছে। তাই বাজারে ডলের চাহিদা বেড়ে গেছে। সেই চাহিদা সামালাতে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করছে। আর মুক্তবাজার পদ্ধতিতে ডলারের চাহিদা বাড়ায় দাম বেড়ে গেছে। এজন্য প্রায়ই ডলারের দাম বেড়েছে। আমাদের প্রবাসী আয় ও রেমিট্যান্স বাড়লে ডলারের দাম আবার ক্রমহ্রসমান হারে কমতে পারে। এটা নির্ভর করবে বাজারের ওপর।’

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম থেকেই ডলারের দাম বাড়া শুরু হয়। ছয় মাসে বেড়েছে দশবার। গত ৯ জানুয়ারিতে ডলারে দাম বেড়ে ৮৬ টাকায় পৌঁছে। এরপর ২২ মার্চ পর্যন্ত এ দরেই স্থির ছিল। পরে গত ২৩ মার্চ আন্তঃব্যাংকে আরও ২০ পয়সা বেড়ে ৮৬ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। ২৭ এপ্রিল আরও ২৫ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ১০ মে বাড়ে আরও ২৫ পয়সা। ১৬ মে বাড়ে ৮০ পয়সা। ২৩ মে বাড়ে ৪০ পয়সা। গত ৩১ মে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে ৮৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর ৫ জুন ৮৯ টাকা ৯০ পয়সা। গত সোমবার ডলারের দাম ছিল ৯১ টাকা ৯৫ পয়সা। আর গতকাল সবশেষ ডলারের দাম নির্ধারণ করা হয় ৯২ টাকা। তবে এর একদিন পর আজ ডলারের দাম ৫০ পয়সা কমে দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

বিপি/আরআর

শেয়ার