Top

১০ দিনের মধ্যে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করার নির্দেশ

১৩ জুন, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
১০ দিনের মধ্যে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :

কোন কোন ব্যাংক অনেক ক্ষেত্রে গ্রাহকের অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না। তাই ১০ দিনের মধ্যে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ সময়সীমা কোনোভাবেই ৪৫ দিন অতিক্রম করবে না।

সোমবার (১৩ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়, গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি করতে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান নির্বাহীর তত্ত্বাবধানে একটি অভিযোগ সেল গঠন করতে হবে। এরপর ১০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করতে হবে। তবে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা ৪৫ দিনের বেশি হবে না।

এতে আরও বলা হয়, কোন কোন ব্যাংকের শাখা কর্তৃক গ্রাহকের অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। এছাড়াও কোন কোন ব্যাংক অনেক ক্ষেত্রে গ্রাহকের অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিপি/ আরআর

শেয়ার