Top

পল্লী সঞ্চয় ব্যাংকে পিএইচডি গবেষণা প্রতিবেদন হস্তান্তর

১৪ জুন, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
পল্লী সঞ্চয় ব্যাংকে পিএইচডি গবেষণা প্রতিবেদন হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক :

দেশে প্রথম পিএইচডি গবেষণা সম্পন্ন করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। আজ আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।

মঙ্গলবার (১৪ জুন) পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোঃ আকরাম আল হোসেন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশের গ্রামীণ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ২০০৯ সাল থেকে চালু হয় একটি বাড়ি একটি খামার প্রকল্প। যা পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক চলমান রয়েছে। এ কর্মসূচির উপর ব্যাংকের পূর্বানুমতি ক্রমে দেশে প্রথম পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন ব্যাংকের পরিচালক হারুন-অর-রশীদ হাওলাদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন এর তত্ত্বাবধানে ২০১৬ সাল থেকে দীর্ঘ ছয় বছর গবেষণা শেষে করেন। সুপারভাইজার অনুমোদিত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পরিচালনা পরিষদের কাছে গবেষণা প্রতিবেদন হস্তান্তর করা হয়।

গবেষণালব্ধ তথ্যাদি ও সুপারিশমালা ব্যাংক পরিচালনা পর্ষদ বস্তুনিষ্ঠ হিসেবে গ্রহণ করে গবেষক ও সুপারভাইজারকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ প্রদান করেন।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, অনগ্রসর জনগোষ্ঠীকে মহাজনি ও অন্যান্য ক্ষুদ্রঋণের সুদের কষাঘাত থেকে মুক্ত করে দেশের সকল গ্রামকে একটি বাড়ি একটি খামার কর্মসূচির আওতায় এনেছে। দারিদ্র্য বিমোচনে কৃষিভিত্তিক বিভিন্নমুখী প্রকল্পে জামানত ও সুদ বিহীন ঋণদান, ক্ষুদ্রসঞ্চয়, ক্ষুদ্র ও সামাজিক মূলধন গঠনে উৎসাহ দান, প্রশিক্ষণ, বাড়ির আঙিনায় পতিত জমির ব্যবহারে এ কর্মসূচির ব্যাপক ইতিবাচক দিক রয়েছে।

জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে একইরূপ চলমান কর্মসূচির চেয়ে এটি অধিকতর কার্যকর। এ কর্মসূচির দুর্বলতা ও ঝুঁকি হ্রাসে ২০টি সুপারিশমালা গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূচনা বক্তব্যে ব্যাংকের এমডি খন্দকার আতাউর রহমান বলেন, এই অর্জন পল্লী সঞ্চয় ব্যাংকের জন্য একটি ইতিহাস রচিত হয়েছে। গবেষণা ফলে আমরা সুবিধা পাবো৷ এটি কাজে লাগিয়ে গ্রামীণ মানুষের আরও উন্নতি করতে সক্ষম হবো।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গ্রামীন মানুষের উন্নয়নের জন্য পল্লী সঞ্চয়ের মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেন। দেশের উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীন উন্নয়ন, খাদ্যে নিরাপত্তা ও কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া প্রায় ৩ কোটি মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করছে।

সমাপনী বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ আকরাম আল হোসেন বলেন, এই গবেষণা পল্লী সঞ্চয় ব্যাংকের আগামী কার্যক্রমে সহায়তা করবে। নতুন নতুন পদ্ধতিতে আরও সহজে কিভাবে অসহায় মানুষদের সেবা দেয়া যাবে সেটা আরও সহজ হবে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণা সুপারভাইজার অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ঢাকা সরকারি টিটি কলেজের উপাধ্যক্ষ ড. মমতাজ সাহানারা, গবেষণা সহকারী কৃষিবিদ ড. শাহ্ মোঃ আতিকউল্লাহ্, গবেষক ও উপস্থাপক হারুন-অর-রশীদ হাওলাদার এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিপি/এএস

শেয়ার