করোনা মহামারীর কারণে ব্যাংকের মতো নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতেও বিভিন্ন সুবিধা দেয়া হয়েছিল। কিন্তু চলতি বছরের শুরুতে সুবিধা তুলে নেয়া। এর ফলে এ খাতে ব্যাপকভাবে বেড়েছে খেলাপি ঋণ। চলতি বছরের মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানের মোট বিতরণ করা ঋণের প্রায় ২১ শতাংশই এখন খেলাপি। এনবিএফআই খাতের মোট খেলাপি ঋণের বেশিরভাগ রয়েছে নয় প্রতিষ্ঠানে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এ চিত্র দেখা যায়।
খাত সংশ্লিষ্টরা বলেন, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। এতে দুর্ভোগে পড়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া গত দুই বছর গ্রাহকরা ঋণ পরিশোধে নানা সুবিধা পেলেও চলতি বছর থেকে সেই সুবিধা না থাকায় আগের ন্যায় ঋণ পরিশোধে অনিহা রয়েছে গ্রাহকদের।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালের মার্চ শেষে মাত্র নয় আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপির পরিমাণ ১০ হাজার ৬৫৮ কোটি টাকা। বিতরণ করা ঋণের বিপরীতে যেসব প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম আভিভা ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ৬৮৩ কোটি ১৮ লাখ টাকা, যা তাদের মোট বিতরণকৃত ঋণের ২৫ দশমিক ৬১ শতাংশ। এছাড়া বিআইএফসির খেলাপি ৭৬১ কোটি ৫৪ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৯৭ শতাংশ। ফারইস্ট ফাইন্যান্সের খেলাপি ঋণ ৮৪৫ কোটি ৪৩ লাখ টাকা, যা মোট বিতরণের ৯০ শতাংশ। ফাস ফাইন্যান্সের খেলাপি এক হাজার ৭২১ কোটি ২৭ লাখ টাকা, যা মোট বিতরণের ৮৯ দশমিক ২২ শতাংশ। ফার্স্ট ফাইন্যান্সের খেলাপি ঋণের পরিমাণ ৭৮০ কোটি ৯৪ লাখ, যা মোট বিতরণের ৮৭ দশমিক ৩০ শতাংশ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের খেলাপি তিন হাজার ১১৫ কোটি ১৩ লাখ টাকা, যা মোট বিতরণের ৭৫ দশমিক ৮৯ শতাংশ। প্রিমিয়ার লিজিংয়ের মোট খেলাপি ৭৭৯ কোটি ৫৫ লাখ টাকা, যা মোট বিতরণের ৫৮ দশমিক ৩৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের খেলাপি ঋণ ৯৯৩ কোটি ৬০ লাখ টাকা, যা মোট বিতরণের ৪২ দশমিক ১০ শতাংশ। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের খেলাপি ঋণ ৯৭৮ কোটি ১৭ লাখ টাকা। যা মোট বিতরণের ১২ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ শেষে এনবিএফআইগুলোর মোট বিতরণ করা ঋণ ছিল ৬৮ হাজার ৯৭৫ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৪ হাজার ২৩২ কোটি ৮ লাখ টাকা, যা মোট ঋণের ২০ দশমিক ৬৩ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৭ দশমিক ৪৫ শতাংশ। ২০২১ সালের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চে খেলাপি ঋণ অংক ছিল ১০ হাজার ৩৫৪ কোটি টাকা।
এছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআইএস) খেলাপি ঋণ ১ হাজার ২১৬ কোটি টাকা বেড়েছে। গত বছরের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ১৬ কোটি টাকা, জুনে ছিল ১০ হাজার ৩২৮ কোটি টাকা এবং সেপ্টেম্বর শেষে ছিল ১১ হাজার ৭৫৭ কোটি টাকা।
এদিকে আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে ব্যাংক খাতের খেলাপি ঋণের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০২২ সালের মার্চ শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকায়। মোট ঋণের যা ৮ দশমিক ৫৩ শতাংশ। তিন মাস আগে ২০২১ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকা। সেই হিসাবে বছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ১৬৭ কোটি টাকা।