করোনাকালে ঋণ পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয় বাংলাদেশ ব্যাংক। গত বছরের ডিসেম্বর সে সুবিধা তুলে দেয়া হয়। এর ফলে বেড়ে যায় খেলাপি ঋণের পরিমাণ। করোনা পরিস্থিতি উন্নতি হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণ দেখিয়ে আবারও ঋণের বিশেষ সুবিধা চান ব্যবসায়ীরা। তবে নতুন করে ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্টে সুবিধা দেয়ার বিষয় বিবেচনা করছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভা শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা ঋণ পরিশোধে নতুন করে যে সুবিধা চেয়েছে তা নিয়ে ব্যাংকগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। তারা কেউ বলেছে- করোনার সময়ে যারা ক্ষতিগ্রস্থ হয় তাদের সুবিধা দেয়া হয়েছে। এবং যারা হয়নি তাদেরও। নতুন করে আর দেয়া ঠিক হবে না। আবার অনেকে বলেছে- করোনার পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্যেতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। তাই নতুন করে কিছুটা সুবিধা দেয়া যায়। তবে একেবারে ঢালাওভাবে না।
তিনি বলেন, নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্টে ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সুবিধা দেয়ার বিষয় বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা দেয়া হতে পারে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসলেও এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বিবেচনা করবে।
সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ, অবলোপন ও অর্থঋণ আদালতের মামলাগুলো নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে মুখপাত্র বলেন, অর্থঋণ আদালতে ঝুলে থাকা মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। কারণ অভিজ্ঞ আইনজীবির অভাবে অনেক সময় মামলাগুলো দীর্ঘায়িত হয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংকের ঋণ আদায়ে কার্যক্রম। মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সভা শেষে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন সাংবাদিকদের বলেন, ঋণ পরিশোধে ব্যবসায়ীদের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এতে ব্যাংকগুলোর পক্ষ থেকে মতামত দেয়া হয়েছে। এ বিষয়ে কিছুদিনের মধ্যে একটি সার্কুলার আসবে।
তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থঋণ আদালতের মামলাগুলো নিষ্পতিতে ব্যাংকগুলো অনেক পদক্ষেপ নিয়েছে। তবে আরও জোরালোভাবে এর কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে তাগিদ দেয়া হয়েছে। কীভাবে এ মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা যায় সে বিষয়ে পরামর্শ দেয়া হয়।
তিনি আরো বলেন, ব্যাংকারদের জন্য একটি হাসপাতাল তৈরি করার বিষয়ে উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। সেই সাথে ঢাকার মধ্যে একটি ব্যাংক ক্লাব করা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে।