Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

১৮ জানুয়ারি, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাতীবান্ধা থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতীবান্ধা থানার পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, কনস্টেবল হাজী মুজিবুল ইসলাম।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ফকির পাড়া এলাকায় কাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন এসআই আব্দুল মতিন, কনস্টেবল মুজিবুল ইসলাম। পথিমধ্যে উপজেলার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম মোবাইল ফোনে এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি লালমনিরহাটে মিটিংয়ে এসেছিলাম। খবর পেয়ে থানায় রওনা করেছি।

শেয়ার