Top

কৃষি ঋণ: ১১ মাসে লক্ষ্যমাত্রার ৯১ শতাংশ বিতরণ

২০ জুন, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
কৃষি ঋণ: ১১ মাসে লক্ষ্যমাত্রার ৯১ শতাংশ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :

চলতি (২০২১-২২) অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) কৃষি ঋণ বিতরণ গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে ঋণ আদায়। কমেছে খেলাপি ঋণের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর কৃষিঋণ বিতরণের চাহিদা ও আদায় বেড়েছে। গত বছর করোনার প্রকোপ বেশি থাকায় ঠিকমতো কৃষিঋণ বিতরণ হয়নি। তবে এ বছর করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে গতি ফিরছে কৃষিঋণ বিতরণে। এ বছরে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করছেন তারা ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি (২০২১-২২) অর্থবছর ব্যাংক খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। ২০২২ সালের মে পর্যন্ত ব্যাংকগুলোর ঋণ বিতরণ হয়েছে ২৫ হাজার ৯৬৬ কোটি ৭৩ লাখ টাকা। বিতরণের পরিমাণ বার্ষিক লক্ষ্যমাত্রার ৯১ দশমিক ৪৬ শতাংশ। গত (২০২০-২১) অর্থবছর ২৬ হাজার ২৯২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১১ মাসে বিতরণ হয়েছিল ২১ হাজার ৯৭০ কোটি ৩৯ লাখ টাকা, যা ছিল ৮৩ দশমিক ৫৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি (২০২১–২২) অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ২৪ হাজার ৬১ কোটি ২৬ লাখ টাকার ঋণ শোধ করেছেন কৃষকরা। গত বছরের একই সময়ের চেয়ে আদায় বেড়েছে ৬২৪ কোটি ১৮ লাখ টাকা।

‌কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বল‌ছে, চলতি অর্থবছরে সরকা‌রি মালিকানার বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা রয়েছে ১১ হাজার ৪৫ কোটি টাকা। (জুলাই-‌মে) সময়ে বিতরণ করেছে ১০ হাজার ৬৯৪ কোটি টাকা। এ ঋণ পুরো বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৮৩ শতাংশ। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ১৭ হাজার ৩৪৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয়েছে ১৫ হাজার ২৭১ কোটি টাকা বা ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ।

কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য ও নন-ফার্ম (যেমন: গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেয়া হয়। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে শস্যে ২০ হাজার ৩৫৬ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া নন-ফার্মে ৫ হাজার ৬০৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

বর্তমানে ব্যাংক খাতে কৃষিঋণের স্থিতি বা পরিমাণ ৪৯ হাজার ৫৫১ কোটি টাকা। যার মধ্যে এপ্রিল পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৩ হাজার ৬৫২ কোটি টাকা। যা মোট ঋণের ৭ দশমিক ৬৭ শতাংশ। মূলধারার কৃষিঋণের পাশাপাশি বর্তমানে কৃষিখাতে চার শতাংশ সুদে প্রণোদনা প্যাকেজের আওতায়ও কৃষিঋণ দিচ্ছে ব্যাংকগুলো

শেয়ার