Top

থ্যালাসেমিয়া নির্মূলে জনসচেতনতাই হাতিয়ার

২৩ জুন, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
থ্যালাসেমিয়া নির্মূলে জনসচেতনতাই হাতিয়ার
নিজস্ব প্রতিবেদক :

থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকা। বংশগত অর্থ এ রোগ আজীবন অনিরাময়যোগ্য। এ রোগে আক্রান্ত শিশুকে হিমোগ্লোবিনের ঘাটতি মোকাবেলায় আজীবন অন্যের রক্তের ওপর নির্ভর করতে হয়। দেশের ৪-৬ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করে।

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার(২৩ জুন) সেমিনার, র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করেছে ল্যাব ওয়ান ফাউন্ডেশন অব থ্যালাসেমিয়া ও রোটারি ক্লাব অব তুরাগ উত্তরা।

সাইয়েন্টিফিক পেপার উপস্থাপনকালে ডাঃ কাজী ফজলুর রহমান থ্যালাসেমিয়া কি, কিভাবে এইরোগটি মানুষের মাঝে ছড়ায়, কিভাবে এই রোগের চিকিৎসা করা হয় সহ থ্যালাসেমিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেন।

অধ্যাপক ডাঃ মোঃ সালাহ্উদ্দীন শাহ্ বলেন, এটি একটি বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন। অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্ততা থেকে শুরু করে অঙ্গহানি পর্যন্ত ঘটতে পারে। বাবা অথবা মা, অথবা বাবা- মা উভয়েরই থ্যালাসেমিয়ার জিন থাকলে বংশানুক্রমে এটি সন্তানের মধ্যে ছড়ায়। এই রোগ কোন ছোঁয়াচে রোগ নয়। জিনগত ত্রুটির কারণে এই রোগ হয়ে থাকে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ১০% লোক থ্যালাসেমিয়া রোগের জিন বহন করছে এবং প্রায় ৪% লোক থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০৪০ জন শিশু বিটা থ্যালাসেমিয়া মেজর এবং প্রায় ৬৪৪৩ জন শিশু হিমোগ্লোবিন-ই বিটা থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে যাদের প্রতি মাসে রক্ত পরিসঞ্চালন করতে হয়। থ্যালাসেমিয়ার লক্ষণগুলো প্রকাশ পেলে রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তের বিশেষ ধরণের পরীক্ষা করাতে হবে।

রোটারিয়ান আনিস-উর রশিদ বলেন, থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা নিয়মিত নিতে হয়। এসব রোগীকে স্বল্পমূল্যে চিকিৎসার দেয়ার কাজ করে যাচ্ছে ল্যাব ওয়ান ফাউন্ডেশন অব থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগটি বংশগত হলেও এটা রোধ করা সম্ভব যদি আমরা এই রোগ সম্পর্কে বাংলাদেশের সকল নাগরিককে অবগত করতে পারি। তাছাড়া থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালন করে বেঁচে থাকতে হয়, এজন্য এদের নিরাপদ রক্ত নিশ্চিত করার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তাদানের ব্যাপারেও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। ডাঃ জিনাত আরা বলেন, অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি ধনীদের এগিয়ে আসতে হবে। কারণ সঠিক চিকিৎসা পেলে রোগীরা প্রায় স্বাভাবিক জীবন-যাপন পারে।

রেহান রেজা বলেন, সঠিক যথার্থ জনসচেতনতা সৃষ্টি করতে পারলে এই রোগ প্রায় পুরোপুরি নির্মূল করা সম্ভব। সুতরাং জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি থ্যালাসেমিয়ায় যারা আক্রান্ত আছে তাদের স্বল্পমূল্যে যাতে চিকিৎসা সেব নিশ্চিত করা যায় সেজন্য থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার জন্য একটি কল্যাণ তহবিল করার আহবান জানান। প্রবাসীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় রক্ত রোগের চিকিৎসা জন্য তারা ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ একটি হাসপাতালেই সমন্বিত সব সেবা চালু করার জন্য সরকার ও ল্যাব ওয়ান ফাউন্ডেশনের প্রতি জোর দাবি জানান।

বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাঃ লিয়াকত হোসেন তপন বলেন, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় অন্যতম একটা প্রয়োজনীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন করা। বাংলাদেশের মানুষের মধ্যে এখনও স্বেচ্ছায় রক্তদান করার প্রবণতা সৃষ্টি হয়নি। যার যার জায়গা থেকে এ ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানো গেলে একসময় রক্তের অভাবে এদের চিকিৎসা ব্যহত হবে না।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ সালাহ্উদ্দীন শাহ্ বলেন, থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে জনসচেতনতার কোন বিকল্প নেই। প্রত্যেকেই যদি এই রোগ সম্পর্কে জানে তাহলে এই রোগ নিয়ে জন্মগ্রহণ করা শিশুর সংখ্যা একেবারে কমিয়ে ফেলা সম্ভব হবে। তাই সবাইকে নিজ নিজ অবস্থন থেকে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি। পরিশেষে সেমিনারে উপস্থিত সকল সম্মানিত অতিথি, ডাক্তার, কর্মকর্তা, নার্স, রোগী, রোগীর অভিভাবক, মিডিয়া কর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

‘ল্যাব ওয়ান রিসার্চ ইনস্টিটিউট অব হেমাটোলজী এন্ড হাসপাতাল এর ম্যানেজার বাপ্পী ভেীমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজী বিভাগের অধ্যাপক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ লিয়াকত হোসেন তপন, রোটারী ক্লাব অব তুরাগ উত্তরার প্রেসিডেন্ট রোটারিয়ান আনিস-উর রশিদ (পিএইচএফ), ল্যাব ওয়ান হাসপাতাল লিমিটেড এর পরিচালক ডাঃ জিনাত আরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যাব ওয়ান ফাউন্ডেশন অব থ্যালাসেমিয়া এর প্রতিষ্ঠাত সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ সালাহ্উদ্দীন শাহ্।

শেয়ার