বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, এ ক্ষেত্রে সরকার বা মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না। অর্থনীতির জন্য যা প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংক তা বিবেচনায় নিয়েই বিভিন্ন সিদ্ধান্ত নেয়, কারও চাপে পড়ে নয়।
বৃস্পতিবার (৩০ জুন) ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ স্বাধীন এখানে কারও পক্ষ হয়ে কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর হয়ে কাজ করার প্রয়োজন পড়ে না। ঋণ অনিয়মের বিষয়ে মনিটরিং জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের যৌক্তিক দাবির কারণে খেলাপি ঋণের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সে ছাড়ও ধীরে ধীরে উঠে যাচ্ছে। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের বদনামের বিষয়ে গভর্নর বলেন, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মূল সমস্যা উচ্চ সুদ। সেই সুদহারও নির্ধারণ করে দিয়েছি।
ইউনিয়ন ব্যাংকের সমস্যা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন ব্যাংকে সমস্যা একটা হয়েছে। আজ একটা পত্রিকায় খবর এসেছে। এটি আমাদের নিয়মিত তদারকির মধ্যে আছে। আর ব্যাংক তো সব এক রকম নয়। কোনো ব্যাংক ভালো, খারাপ, মন্দ—সব ধরনের ব্যাংক আছে। আবার রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক একরকম, ব্যক্তি খাতের ব্যাংক অন্য রকম, বিদেশি ব্যাংক আরেক রকম, শরিয়াহ ব্যাংক আরেক রকম। সবই তো আর সমান নয়। এসব আমাদের ক্যামেলস রেটিংসে আসবে। যেখানে যে সমস্যা হবে, আমরা দেখব, আমরাই সমাধান বের করব।’
বাংলাদেশ ব্যাংক গত ২৭ এপ্রিল ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এক চিঠি দিয়ে বলেছে, ব্যাংকটির বিতরণ করা ঋণের ১৮ হাজার ৩৪৬ কোটি টাকা খেলাপি হওয়ার যোগ্য, যা ব্যাংকটির মোট ঋণের ৯৫ শতাংশ। অর্থাৎ ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে যত ঋণ বিতরণ করেছে, তার সিংহভাগই খেলাপি বা অনিয়মের ঋণে পরিণত হয়েছে। এসব ঋণ আদায়ে সময় বেঁধে দেওয়া হয়েছে, না হলে খেলাপি করতে নির্দেশ দিয়েছে।
করোনার কারণে গত দুই বছর আনুষ্ঠানিকতা ছাড়া শুধু ওয়েবসাইটে মুদ্রানীতি প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক আগে প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করলেও গত দুই অর্থবছর ধরে তা এক বছরের জন্য করা হচ্ছে। এবারও মুদ্রানীতি এক বছরের জন্য ঘোষণা করেছেন গভর্নর ফজলে কবির। এটি বর্তমান গভর্নরের মেয়াদের শেষ মুদ্রানীতি ঘোষণা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, হেড অব বিএফআইইউ ও নির্বাহী পরিচালকরা।