Top

জাবিতে ভাসানী হলের ১ম পুনর্মিলনী উৎসব

০১ জুলাই, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
জাবিতে ভাসানী হলের ১ম পুনর্মিলনী উৎসব
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের ১ম পুনর্মিলনি উৎসব ( স্মার্ট রিইউনিয়ন) তথ্য সংগ্রহ ফর্ম ও প্রস্তুতি মূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১ জুলাই ( শুক্রবার) মওলানা ভাসানী হলের কমনরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনলাইনে সংযুক্ত হয়ে তথ্য সংগ্রহ ফর্ম ও প্রস্তুতি মূলক কার্যক্রমের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হুসাইন মোঃ সায়েম বলেন, মওলানা ভাসানী হলের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি খুবই ভাগ্যবান নিজেকে মনে করছি আমার প্রাধ্যক্ষ হওয়ার প্রথম দিনই মওলানা ভাসানী হলের স্মার্ট রিইউনিয়নের তথ্য সংগ্রহ ফর্ম ও প্রস্তুতি কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্টানের মাধ্যমে কাটাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, শুরুর কার্যক্রম গুলো দেখেই বুঝা যাচ্ছে আমরা সুন্দর স্মার্ট একটা রিইউনিয়ন করতে যাচ্ছি। মওলানা ভাসানী হলের তৈরিকৃত ওয়েব সাইটের অবস্থা বেশ ভালো বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের তুলনায়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে একটা সুন্দর স্মার্ট রিইউনিয়ন সবাইকে উপহার দিতে।

পুনর্মিলনি আয়োজক কমিটির আহবায়ক মোঃ নুরুজ্জামান বলেন, অন্যান্য রাজনৈতিক দলের সাবেক ছাত্রনেতাদের সাথে আমার কথা হয়েছে ওরা আমাকে আশা দিয়েছে ওরা আসবে।দল মত নির্বিশেষে মওলানা ভাসানী হলের আবাসিক সকল সাবেক এবং বর্তমান ছাত্রদের নিয়ে একটা সুন্দর স্মার্ট রিইউনিয়ন করতে যাচ্ছি। সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

পুনর্মিলনি আয়োজক কমিটির আহবায়ক শেখ মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান । তিনি বলেন,আমরা আশাবাদী ছিলাম একটা সুন্দর স্মার্ট রিইউনিয়ন প্রোগ্রাম করতে পারবো। তথ্য সংগ্রহ ফর্ম কার্যক্রমটির জন্য শুভ কামনা, বর্তমান ছাত্রদের কাছে অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব ফর্মটি ফিলাপ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।

 

 

বিপি/ আইএইচ

 

 

শেয়ার