শিক্ষায় পরিবর্তন আসছে এটা প্রায় সবার জানা। ইতোমধ্যে ২০২৩ সালে বাস্তবায়ন হতে যাওয়া এই কারিকুলাম অনুমোদিত হয়েছে। বর্তমানে চলছে পাইলটিং। সারাদেশের মোট ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পাইলটিং এর কাজ চলছে। এরমধ্যে ৫২টি স্কুল এবং ১০ টি মাদ্রাসা।
মূলতঃ এই আলোচনা প্রকাশ্যে শুরু হয়েছে জাতীয় সংসদে একজন এমপি’র বক্তব্যকে ঘিরে। জাতীয় পার্টির এমপি ফখরুল ইসলাম ইতোমধ্যে স্পিকারের কাছে আবেদন করেছেন তার বক্তব্য প্রত্যাহারের জন্য। তিনি ডিজিটাল মাধ্যমে এটা দেখেছেন এবং তারিখ খেয়াল করেননি বলে তাঁর আবেদনে উল্লেখ করেছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি তাঁর একাধিক বক্তব্যে বিষয়টির ব্যাখা দিয়েছেন।
পাঠ্য পুস্তক প্রণয়ন, পরিমার্জন বা সংশোধন করে এনসিটিবি। তারাও বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেছেন। কিন্তু আলোচনা থামছে না। বরং ক্রমশঃ জোরালো হচ্ছে।
কী আছে নতুন কারিকুলামে ?
নতুন কারিকুলামে বিষয় আছে ১০ টি। এগুলো হলো
১. বাংলা ২. গণিত ৩. ইংরেজি ৪. বিজ্ঞান ৫. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬. ধর্ম ও নৈতিক শিক্ষা ৭. জীবন দক্ষতা ৮. শারিরীক শিক্ষা ৯. ডিজিটাল প্রযুক্তি ১০. শিল্প ও সংস্কৃতি.
কীভাবে চলবে পাঠদান ?
৬ষ্ঠ শেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষকদের হাতে থাকবে ৬০ মার্ক। আর ৪০ নাম্বারে পরীক্ষা হবে। তবে পরীক্ষা আবার সব বিষয়ে হবে না।
পরীক্ষা হবে পাঁচ বিষয়ের। এগুলো হলো বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। বাকী বিষয়গুলোর ফলাফল শিক্ষকগণ করবেন মূল্যায়ন পদ্ধতিতে।
দশম শ্রেণিতে গিয়ে শিক্ষকের হাতে থাকবে ৪০ মার্ক। আর পরীক্ষা হবে ৬০ মার্কের। সেটাই শিক্ষার্থীদের প্রথম পাবলিক পরীক্ষা। সেখানেও পরীক্ষা হবে ঐ ৫ বিষয়ের। বাকীগুলো মূল্যায়ন পদ্ধতিতে।
শিক্ষকগণের হাতে যে মার্ক থাকবে সেগুলো সময়ে শিক্ষার্থীর পড়াশোনা এবং আচরণের উপর ভিত্তি করে শিক্ষকগণ প্রদান করবেন।
এনসিটিবি কি বলছে ?
এনসিটিবি তাদের বিজ্ঞাপ্তির বাইরে কিছু বলতে চায় না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, ২০২৩ সালে শুরু হতে যাওয়া নতুন কারিকুলামে একজন শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। শিক্ষার্থীগণ পড়াশোনায় মনযোগী হবে। শিক্ষকদের হাতে মার্কস থাকায় তারা শিক্ষক দের কথা মেনে চলবে এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুকএকজন কলেজ অধ্যাপক বলেন, আগামী ২৫ বছর পর বর্তমানের অনেক পেশাই আর থাকবে না। তাই নতুন কারিকুলামকে আমি স্বাগত জানাচ্ছি। নতুন ব্যবস্তায় অভ্যস্ত হতে সময় লাগবে তবে এই কারিকুলাম বাস্তব সম্মত।
চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার বাণিজ্য প্রতিদিনকে বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কারিকুলাম নিয়ে মন্তব্য করছেন তারা না জেনেই মন্তব্য করছেন। যা অনভিপ্রেত। এটা সরকারকে বিব্রত করার জন্যই করা হচ্ছে। তিনি সমালোচনাকারীদেরকে নতুন কারিকুলাম দেখার জন্য অনুরোধ করেন।
সমস্যা কোথায় ?
মূলতঃ আলোচনা হচ্ছে ধর্মীয় শিক্ষাকে বাদ দেয়া নিয়ে। ধর্মীয় শিক্ষা বাদ না দিলেও এ বিষয়ে পরীক্ষা হবে না বলে শিক্ষার্থীরা পড়তে চাইবে না বলে মনে করছেন একাধিক শিক্ষক। তাদের ভাষ্যমতে কারিকুলাম খুবই চমৎকার। শুধুমাত্র ধর্মীয় বিষয়কে পরীক্ষার আওতায় নিয়ে আসলেই আলোচনা থেমে যাবে।
সারাদেশে যে ৫২ টি স্কুলে পাইলটিং চলছে তারমধ্যে একটি হলো চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাজাপ্তি রমনিমোহন উচ্চ বিদ্যালয়। টেলিফোনে কথা হয় এই বিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নানের সাথে। তিনি নতুন কারিকুলামের পাঠদানের সাথে জড়িত। তিনি বাণিজ্য প্রতিদিনকে জানিয়েছেন “নতুন কারিকুলামে খুবই চমৎকার সব আয়োজন রয়েছে। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পড়ছে। শিক্ষক হিসেবে তিনিও পড়িয়ে আনন্দ পাচ্ছেন।”
তিনি বলেন, এই কারিকুলাম সারাদেশে চালু হলে শিক্ষায় একটু বৈপ্লবিক পরিবর্তন আসবে।