Top

ঈদে নগদ টাকার বাড়তি চাহিদা, বেড়েছে কলমানির সুদ

০৭ জুলাই, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
ঈদে নগদ টাকার বাড়তি চাহিদা, বেড়েছে কলমানির সুদ
নিজস্ব প্রতিবেদক :

কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ অর্থ তোলার চাপ বেড়েছে। এতে চাপ বেড়েছে কলমানিতে। গতকাল বৃহস্পতিবার টাকার অঙ্কে আগের দিনের থেকে কমলেও একদিনের গড় কলমানি সুদের হার ৩৭ পয়সা বেড়ে ৫ দশমিক ৮৫ শতাংশ হয়েছে, আগের দিন যা ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। বৃহস্পতিবার কল মানি মার্কেটের রেট ছিল এক বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিন একদিনের (ওভার নাইট) জন্য ধার নেওয়া অর্থের পরিমাণ ছিল ৫ হাজার ১৯৪ কোটি টাকা, বুধবার যা ছিল ৮ হাজার ৬৮৭ কোটি টাকা। বৃহস্পতিবার একদিনের জন্য ধার নেওয়া অর্থের সর্বোচ্চ সুদহার ছিল ৬ শতাংশ আর সর্বনিম্ন ছিল ৫ শতাংশ; দিন শেষে মোট লেনদেন হয়েছে ১০২টি।

ব্যাংকগুলো বলছে, আগামী ১০ জুলাই কোরবানি ঈদ পালিত হবে। ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাসহ কিছু এলাকায় আংশিকভাবে ব্যাংক খোলা থাকলেও পূর্ণাঙ্গভাবে ব্যাংক খোলা ছিল আজ (গতকাল) বৃহস্পতিবার পর্যন্ত। এ কারণে গ্রাহকরা যাতে কোরবানির পশু কেনার টাকা ও অন্যান্য খরচ মেটাতে পারেন, সেজন্য ব্যাংক থেকে নগদ টাকা তুলে হাতে রাখছেন। এতে ব্যাংকের প্রতিদিনের লেনদেনে নগদ উত্তোলনের চাপ বেড়েছে। ফলে গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ টাকা সরবরাহ করতে ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে কলমানি মার্কেটের শরণাপন্ন হচ্ছে। বেশিরভাগ টাকাই এক দিনের জন্য ধার করছে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কলমানিতে একদিনের জন্য ধার নেওয়া গড় সুদহার এক মাসের ব্যবধানে বেড়েছে ১২ শূণ্য দশমিক ৪ শতাংশ এবং এক বছরের ব্যবধানে বেড়েছে ১৩৪ দশমিক ৯৩ শতাংশ। একইসঙ্গে বেড়েছে অর্থ ধার নেওয়ার পরিমাণও।

গত বছরের ৭ জুলাই কলমানিতে একদিনের গড় সুদহার ছিল ২ দশমিক ৪৯ শতাংশ, সর্বোচ্চ ৫ দশমিক ২৫ শতাংশ আর সর্বনিম্ন ১ শতাংশ। ওই দিন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ধার নিয়েছিল ২ হাজার ৮০৪ কোটি টাকা। আর চলতি বছর জুলাইয়ের প্রথম লেনদেন থেকে আজ পর্যন্ত দিনে ৯ হাজার কোটি টাকার উপরেই রয়েছে কলমানিতে ধার নেওয়ার পরিমাণ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আজ বৃহস্পতিবার এক দিনের জন্য কলমানি থেকে ৫ হাজার ১৯৪ কোটি টাকা ধার নেয় ব্যাংকগুলো। কিন্তু এক দিনের বেশি (৬ দিন থেকে ৯৫ দিন পর্যন্ত) কলমানি লেনদেনের পরিমাণ ছিল মোট ৩ হাজার ৯ কোটি টাকা।

সাধারণত ঈদের আগে কলমানি মার্কেটে ধার নেওয়ার প্রবণতা বাড়ে। তবে এতদিন ব্যাংকগুলোর কাছে বাড়তি তারল্য থাকলেও এখন তা কিছুটা কমেছে। এর কারণ হিসেবে ব্যাংকগুলো বলছে, করোনা মহামারীর প্রকোপ কমে আসায় আমদানি বাড়তে শুরু করেছে। আমদানি ব্যয় ডলারে পরিশোধ করতে হয়। তাছাড়া বেসরকারি খাতের ঋণও বেড়ে ১৩ শতাংশ ছাড়িয়েছে। ফলে ব্যাংকগুলো এবারের কোরবানির ঈদের আগে কিছুটা নগদ টাকার সংকটে থাকায় কলমানিতে ঝুঁকেছে।

শেয়ার