Top

কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

১২ জুলাই, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রউফ তালুকদার।

আজ মঙ্গলবার ১০টায় তিনি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেন। তাকে বরণ করে নেন কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর। এসময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ জুন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর আর্টিকেল ১০(৩) এবং ১০(৫) অনুযায়ী অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ এবং অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।’

শেয়ার