মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
তিনি বলেন, এছাড়া এক্সচেঞ্জ রেটকে নিয়ন্ত্রণে আনা দ্বিতীয় বড় দায়িত্ব এবং তৃতীয় হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বাড়ানো।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি তিনটি অগ্রাধিকারের কথা বলেছেন।
আব্দুর রউফ বলেন, ‘এখন মূল্যস্ফীতি যে পর্যায় এটি বাজারে অতিরিক্ত টাকার সরবরাহের কারণ আসেনি বরং আমদানি করা পণ্যর মূল্য বেশি সে কারণে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাপ উঠে গেলেই যে সুদের হার কমবে, তার কোনো মানে নেই। আরও কমতে পারে।’
নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘বিনিয়োগ বাড়াতে চাই। কেননা উচ্চ সুদ হারের কারণে খেলাপি বাড়ে। কম থাকলে খেলাপি বাড়ে না।’
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার মঙ্গলবার কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি বিদায়ী গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।