৫০ লাখ ডলারের বেশি পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ২৪ ঘণ্টা আগেই কেন্দ্রীয় ব্যাংকে নির্দিষ্ট ছকের মাধ্যমে জানাতে হবে; সঙ্গে দিতে হবে পণ্যের বিবরণ।
গতকাল বৃহস্পতিবার সার্কুলার জারি করে অথরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রতি এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ।
এতে বলা হয়েছে, সরকারি আমদানি ব্যতীত অন্য যে কোনো ৫০ লাখ ডলার বা এর বেশি মূল্যের পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্নিষ্ট এডি ব্যাংক ও আইএমএসে ওই আমদানি-সংক্রান্ত তথ্য এলসি খোলার ২৪ ঘণ্টা আগেই প্রদান করতে হবে।
এ নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন ওয়েবপোর্টালে আমদানি পণ্যের দাম, পরিমাণ ও ইনভয়েস জমা দিতে হবে ব্যাংকগুলোকে।
এর ফলে দেশে কি পরিমাণ পণ্য আমদানি হতে যাচ্ছে, কারা করছে, সেই পণ্যর দাম কেমন হতে পারে সে বিষয়ে এলসি খোলার আগেই ধারণা পাবে কেন্দ্রীয় ব্যাংক।