জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অফিসের পিয়ন মোহাম্মদ মামুন আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর তিনটার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে সন্ধ্যায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা।
মোহাম্মদ মামুন সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বনপুকুর এলাকার পাপ্পু নামের জনৈক ব্যক্তির বাসার নিচ তলায় ভাড়া থাকতেন। এ ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন বলেন জানায় পুলিশ।
মৃত মামুনের বাবার নাম মোসলেম উদ্দিন। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের সুফি থানা এলাকায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের পিয়ন পদে চাকরি করতেন।
স্থানীয় সুত্রে জানা যায়, এক মাস আগে তার সাথে তার স্ত্রী সম্পর্ক ছিন্ন করে চলে যায়। এছাড়া বিভিন্ন পারিবারিক ঝামেলায় জর্জরিত ছিল মামুন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের পিয়ন বলে নিশ্চিত হয়েছি। তবে কি কারনে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘গতকাল সন্ধ্যায় খবর পেয়েছি মামুন মারা গেছে। কি কারণে মারা গেলো তা নিশ্চিত করে বলতে পারছি না। মামুন খুবই কর্মোদ্যম ছেলে ছিল। সবসময় হাসিখুশি থাকতো। তার চলে যাওয়া আসলেই দুঃখজনক।’