রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নিটওয়্যার উৎপাদনকারী এবং রপ্তানিকারকদের জন্য ঋণের সীমা ২৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩০ মিলিয়ন ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এ ঋণ সুবিধার মেয়াদ আগামী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, বিটিএমএ ও বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের বর্ধিত ঋণ সীমা ৩০ মিলিয়ন ডলার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য বলবত করা হয়েছে। বিটিএমএ ও বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের ঋণের সীমা কোভিড অতিমারির প্রেক্ষাপটে ২৫ মিলিয়ন ডলার থেকে ৩০ মিলিয়ন মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।
একই দিনে জারিকৃত আরেকটি একটি সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি আয় কিংবা সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে হবে। কোনো প্রতিষ্ঠান অন্য ঋণ নিয়ে ইডিএফের দায় পরিশোধ করলে পরবর্তীতে তারা আর ইডিএফ সুবিধা পাবে না।