দেশের অর্থনৈতিক স্বার্থের কথা চিন্তা করে খেলাপি ঋণ পুন:তফসিল করার সিদ্ধান্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে নীতিগত সহায়তা দিবে ও ইন্সপেকশন করবে এবং অনিয়ম পেলে ব্যবস্থা নিবে। আর সংশ্লিষ্ট ব্যাংকগুলো ঋণ বিতরণ, পর্যবেক্ষণ ও পুন:তফসিল সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ ঋণ পরিচালনা ভালো হলে পর্ষদের অর্জন ও খারাপ হলে তা পর্ষদের ব্যর্থতা।
মঙ্গলবার (১৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে ঋণ পুন:তফসিল সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এসব কথা বলেন। এসময় বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এবং প্রকাশনা ও জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ এবং পরিচালক সাঈদা খানমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম বলেন, এখন থেকে ঋণের ভালো-মন্দের দায় ব্যাংকের পরিচালনা পর্ষদকে নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক পলিসি দেবে, তবে ঋণের দায়ভার আর নেবে না। ব্যাংকের পরিচালনা পর্ষদ যে গ্রাহককে ঋণ দিয়েছে, সেটা ভালো হলে পর্ষদের, খারাপ হলেও দায় পর্ষদের ওপর পড়বে। যেহেতু ব্যাংকের পরিচালনা পর্ষদকে স্বাধীনতা দেওয়া হয়েছে, খেলাপির সুবিধা পর্ষদ দেবে, রি-শিডিউল তারাই করবে। ঋণের ভালো-মন্দের দিকটাও তাদের নিতে হবে।
ঋণ পুন:তফসিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতি ও প্রবিধি বিভাগের সোমবার জারি করা প্রজ্ঞাপনে পক্ষে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘ওই প্রজ্ঞাপনে ঢালাওভাবে খেলাপিকে সুযোগ দেওয়া হয়নি। একটা প্রেক্ষাপটের কারনে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে প্রয়োজন দেখা দিলে পরে পুনরায় প্রজ্ঞাপন হতে পারে। বুঝতে হবে যে, প্রজ্ঞপনটির মূল লক্ষ্য ব্যাংকগুলোর সকল পরিচালনা কাজ ব্যাংকগুলো দায়িত্ব হিসাবে ছেড়ে দেওয়া। এতে জবানদিহিতা বাড়বে ও খেলাপি ঋণ কমবে। নতুন স্বাধীনতা দেওয়ার ফলে এখন থেকে ব্যক্তি ও পরিচালনা পর্ষদের দায়ভার বেড়ে গেছে।’
প্রজ্ঞাপনটি কোন বিশেষ গোষ্ঠীর চাপিয়ে দেওয়া কিনা এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ‘বর্তমান গভর্নর খাটি মানুষ। তিনি ব্যাংকে দায়ত্বশীলতার জায়গা থেকে দেখেন। সুতরাং নিজ উদ্যোগে তিনি প্রজ্ঞাপনের অনুমতি দিয়েছেন। কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্তর বাস্তবায়ন করা হয়নি।’
উল্লেখ্য, নতুন প্রজ্ঞাপনের নির্দেশনায় বলা হয়েছে, করোরানর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব, বহিঃবিশ্বে সাম্প্রতিক যুদ্ধাবস্থার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ এখন থেকে ঋণ খেলাপিদের সুবিধা ঠিক করতে পারবে। আগে ঋণ নিয়মিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগতো। এখন থেকে খেলাপি ঋণ নিয়মিত করতে আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই হবে। এর আগে নিয়মিত করতে ১০ থেকে ৩০ শতাংশ জমা দিতে হতো। আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় থাকলে পেলে এখন পরিশোধ করা যাবে ৫ থেকে ৮ বছরে। একই সাথে নতুন করেও ঋণ পাওয়া যাবে। পুনঃতফসিল করা গ্রাহক ওই ব্যাংক বা অন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। প্রথম ও দ্বিতীয় দফা পুনঃতফসিল করা ঋণের বিপরীতে পুরো সুদ আয় খাতে নিতে পারবে ব্যাংক। তবে তৃতীয় ও চতুর্থ দফায় আয় প্রকৃত আদায় সাপেক্ষে আয়খাতে নেওয়া যাবে। আগে যেকোন পরিমাণ মেয়াদি খেলাপি ঋণ নিয়মিত করতে ১০ থেকে ৩০ শতাংশ এককালীন অর্থ জমা দিতে হতো। এখন আড়াই থেকে সাড়ে ৬ শতাংশ অর্থ জমা দিলেই হবে। আগে চলমান ও তলবি খেলাপি ঋণ নিয়মিত করতে ৫ থেকে ১৫ শতাংশ এককালীন অর্থ জমা দিতে হতো, এখন লাগবে আড়াই থেকে সাড়ে ৫ শতাংশ।