Top

শফিকুলের পিএইচডি ডিগ্রি লাভ

২৩ জুলাই, ২০২২ ১:০৯ অপরাহ্ণ
শফিকুলের পিএইচডি ডিগ্রি লাভ
নিজস্ব প্রতিবেদক :

মুহাম্মদ শফিকুল ইসলাম খান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ‘ব্যাংকিং’-এ পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন। তাঁর পিএইচ.ডি. অভিসন্দর্ভের শিরোনাম ছিল- “Shariah Compliance in Deposit Mobilization and Mode of Investment of Islamic Banks in Bangladesh: A Theoretical and Applied Analysis”. অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান-এর তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে ২৭ মার্চ, ২০২২-এ অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আদেশ-এর মাধ্যমে তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়। ইতোপূর্বে ‘এসএমই’ বিষয়ে একই তত্ত্বাবধায়কের অধীনে ২৯ জুলাই, ২০১৮-এ অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আদেশ-এর মাধ্যমে “Small and Medium Enterprise in Bangladesh : Contribution of Islami Bank” শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে এম.ফিল. ডিগ্রি প্রদান করা হয়। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ হতে বি.এ. (অনার্স), এম.এ. এবং বিজনেস স্টাডিজ অনুষদ হতে ‘ব্যাংকিং’ বিষয়ে ‘Master of Professional Banking (MPB)’ ডিগ্রি লাভ করেন। তিনি ৫ম ও ৮ম শ্রেণীতে ট্যালেন্টফুলে বৃত্তি লাভসহ এস.এস.সি ও এইচ.এস.সি.-তে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উল্লেখ্য, তিনি LL.B., M.B.A. (Finance) ডিগ্রির পাশাপাশি ‘The Institute of Bankers, Bangladesh (IBB)’ হতে ‘JAIBB’ ও ‘DAIBB’ এবং ‘Islami Bank Training and Research Academy (IBTRA)’ হতে ‘Diploma in Islamic Banking (DIB-I & DIB-II) ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ‘The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB)’, ‘Bangladesh Open University (BOU)’, ‘Bangladesh Technical Education Board (BTEB)’, ‘Bangladesh Institute of Bank Management (BIBM)’, ‘Bangladesh Bank Training Academy (BBTA)’, ‘Bangladesh Association of Banks (BAB) Islami Bank Training and Research Academy (IBTRA)’-সহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে নানাবিধ বিষয়ে বিভিন্ন প্রকারের সার্টিফিকেট কোর্স, ট্রেনিং, সেমিনার-সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ-এ অংশগ্রহণ করেন। মাধ্যমিক শ্রেণী হতে প্রাতিষ্ঠানিক, থানা, জিলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সাধারণ জ্ঞান, বক্তৃতা ও রচনা লিখাসহ নানাবিধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্নস্তরের পুরস্কার গ্রহণ করেন। বর্তমানে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর গুলশান কর্পোরেট শাখায় বৈদেশিক বাণিজ্য বিভাগে ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ হিসেবে কর্মরত আছেন। তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার ডাটরা শিবপুর গ্রামের মুহাম্মদ কামাল হোসাইন খান ও শামসুন নাহার খানম দম্পতির ৪র্থ ছেলে। তিনি এ অর্জনের জন্য পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন এবং ব্যাংকের সর্বস্তরের জনশক্তি, গ্রাহক, শিক্ষকবৃন্দ, পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীসহ সর্বমহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের দু’আপ্রার্থী।

 

বিপি/এমএইচ

শেয়ার