Top

রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের দাবীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

১১ আগস্ট, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের দাবীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের দাবীতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অভিভাক ও এলাকাবাসীর উপস্থিতিতে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। ওইসময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,এডহক কমিটি বিদ্যালয় পরিচালনা করে আসছেন। শিক্ষার্থী-অভিভাবকরা নতুন কমিটি করতে নির্বাচনের দাবী করলে বিভিন্ন তালবাহানা শুরু করে এডহক কমিটি। সুস্থ নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি ও কমিটি করে সুন্দরভাবে ক্লাস করতে চান শিক্ষার্থীরা।

জানতে চাইলে বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মঞ্জুর আলম মুন্সী জানান, বর্তমান সভাপতি মুন্সী মোহাম্মদ মনির এর নেতৃত্বে রেজুলেশন খাতা থেকে যে কাগজটা ছিঁড়ে ফেলেছে সেখানে ২৮ তারিখে মিটিং বানচাল করে পুনরায় ১ তারিখ ঘোষণা করে কমিটির দায়িত্ব বুঝিয়ে দিলেন। এখন বলছে নির্বাচন হবে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার জানান, সভাপতির নির্দেশ রেজুলেশন খাতা থেকে কাগজটি ছিড়ে ফেলা হয়েছে। আমি চাই যে আসবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আসবে।

বর্তমান সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের কাছে নোটিশ ও রেজুলেশনের কাগজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। ২৮ তারিখে মিটিং কল করছিল সেখানে নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে আমি বলেছি ঠিক আছে। আমি নিজে বলেছি মিটিং দেন তারপর রোববারের মিটিং দিয়েছি। সে দিন স্কুল বন্ধ ছিল সেটা আমার জানা ছিল না। তিনি বলেন নোটিশ তো আছেই। এসব করে আমার ব্যক্তিত্ব ও রাজনৈতিক মান সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় নিয়ে এলাকাবাসীর বিভিন্ন দাবী এবার শিক্ষার্থীদের ক্লাস বর্জন। অথচ এদিকে শিক্ষামন্ত্রনালয়ের এক প্রঙ্গাপনে বলা হয়েছে তুলে নেওয়া হবে ম্যানেজিং কমিটি। শিক্ষা প্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেয়ার