Top

এজেন্ট ব্যাংকিং আমানতের ৮০ শতাংশই ৪ ব্যাংকে

২৪ আগস্ট, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ
এজেন্ট ব্যাংকিং আমানতের ৮০ শতাংশই ৪ ব্যাংকে
নিজস্ব প্রতিবেদক :

বাড়তি খরচ ছাড়াই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত প্রসার হচ্ছে এ সেবা। শাখা ও গ্রাহকের সঙ্গে আমানতও বাড়ছে। এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় চলতি বছরের জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট আমানতের পরিমাণ ২৮ হাজার ৮৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ২২ হাজার ৫৪২ কোটি টাকা বা প্রায় ৮০ শতাংশ রয়েছে চার ব্যাংকে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা, ব্যাংক এশিয়া ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক।

ব্যাংকিং সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে কম খরচে সেবার আওতায় আনতে মোবাইল ব্যাংকিংয়ের পর এজেন্ট ব্যাংকিং প্রচলন করে বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালের ডিসেম্বরে এজেন্ট ব্যাংকিং নীতিমালা জারির পরের বছর ব্যাংক এশিয়া প্রথমে এ সেবা চালু করে। এজেন্ট পয়েন্ট থেকে আমানত সংগ্রহ, ক্ষুদ্র ঋণ বিতরণ, সুবিধাভোগীর কাছে রেমিট্যান্সের অর্থ পৌঁছে দেওয়া, ইউটিলিটি বিল পরিশোধ, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতাভোগীকে অর্থ প্রদান, অ্যাকাউন্ট ব্যালান্স জানা, অ্যাকাউন্ট ফরম সংগ্রহ, ক্রেডিট ও ডেবিট কার্ডের আবেদন ফরম এবং চেক বই সংগ্রহ করতে পারেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৫ কোটি টাকা। তিন মাস আগে আমানত ছিল ২৫ হাজার ১৬৪ কোটি টাকা। আর এক বছর আগে ২ হাজার ৩৭৯ কোটি টাকা। এ হিসাবে তিন মাসে আমানত বেড়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা বা প্রায় ১২ শতাংশ। আর এক বছরে ৭ হাজার ৭০৬ কোটি টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে। এককভাবে সবচেয়ে বেশি আমানত থাকা ইসলামী ব্যাংকে রয়েছে ১০ হাজার ৯৯৫ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকে রয়েছে ৪ হাজার ৩০৬ কোটি টাকা। আর ব্যাংক এশিয়ায় রয়েছে ৩ হাজার ৭৯৩ কোটি টাকা এবং আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের রয়েছে ৩ হাজার ৪৪৭ কোটি টাকা।

সংশ্নিষ্টরা জানান, এজেন্ট ব্যাংকিং সম্ভাবনা দেখে নতুন করে অনেক ব্যাংক যুক্ত হচ্ছে। এখন পর্যন্ত ৩০ টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়েছে, কার্যক্রম রয়েছে সবকটি ব্যাংকের। সর্বশেষ যুক্ত হয়েছে সোনালী ব্যাংক।

চলতি বছরের জুন পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ে সব মিলিয়ে অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখ ৭৪ হাজার। তিন মাস আগে ছিল ১ কোটি ৫১ লাখ ৯৩ হাজার। এক বছর আগে মোট অ্যাকাউন্ট ছিল ১ কোটি ২২ লাখ ৫ হাজার। এই হিসাবে এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৩২ শতাংশ। আর তিন মাসে বেড়েছে প্রায় ৬ শতাংশ। এসব অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে বেশি ৫৩ লাখ ৩১ হাজার রয়েছে ব্যাংক এশিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ লাখ ৩১ হাজার সাত লাখ ৪৯ হাজার রয়েছে ডাচ-বাংলা ব্যাংকে। আর তৃতীয় সর্বোচ্চ ২৯ লাখ ৮৬ হাজার অ্যাকাউন্ট রয়েছে ইসলামী ব্যাংকে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকের শাখা পরিচালনায় বাড়তি জনবল এবং খরচ বহন করতে হয়। এজেন্ট ব্যাংকিংয়ে বাড়তি খরচ না থাকায় ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিংয়ে ঝুঁকছে। ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মধ্যমে আমানত সংগ্রহ করছে। এতে করে ব্যাংক এবং গ্রাহক উভয়ই উপকৃত হচ্ছে।

আমানত সংগ্রহে ইসলামী ব্যাংক সবচেয়ে এগিয়ে থাকলেও এজেন্ট ও আউটলেট বিবেচনায় এগিয়ে আছে ব্যাংক এশিয়া ও ডাচ-বাংলা ব্যাংক। চলতি বছেরের জুন পর্যন্ত সব ব্যাংক মিলে ১৪ হাজার ২৯৯ এজেন্টের বিপরীতে আউটলেট রয়েছে ১৯ হাজার ৭৩৭টি। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের আউটলেট রয়েছে ৫ হাজার ৩২৭ টি। দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক এশিয়ার রয়েছে পাঁচ হাজার ২৩২ টি। পর্যায়ক্রমে ইসলামী ব্যাংকের রয়েছে ২ হাজার ৬৮৮ টি, সিটি ব্যাংকের রয়েছে ৮১৭ টি, ব্রাক ব্যাংকের ৭৬৫টি এবং আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৬২৫ টি । এছাড়াও এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের রয়েছে ৫৮৭টি এবং মধুমতি ব্যাংকের রয়েছে ৫০৭টি আউটলেট রয়েছে।

শেয়ার