Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের হামলা, সিরিয়ার ৫ সেনা নিহত

১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের হামলা, সিরিয়ার ৫ সেনা নিহত
নিজস্ব প্রতিবেদক :

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার ৫ সেনা নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের অধিকাংশই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে।

তবে ইসরায়েলের এ হামলার কারণে বিমানবন্দরের কোনো ফ্লাইট কার্যক্রমের ওপর প্রভাব পড়ছে কি না সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয়টি তাদের ওয়েবসাইটে জানায়, বাংলাদেশ সময় ভোর ৩টা ৪৫মিনিটের সময় ইসরায়েল বিমানবন্দর ও শহরের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহসহ সিরিয়া ও লেবাননের মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য তেহরান বিমান রুট ব্যবহার করে থাকে। তাদের এ কার্যক্রমকে ব্যাহত করতেই মূলত ইসরায়েল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে।

বিপি/এএস

শেয়ার