Top

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার বিচার শুরু

০৩ অক্টোবর, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার বিচার শুরু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম এই আদেশ দেন।

অভিযোগ গঠন নিয়ে আদালতের শুনানিতে ২৪ জন আসামির মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। আবু জিহাদ সিদ্দিকী নামে জামিনে থাকা এক আসামি আদালতে উপস্থিত হননি। তার জামিন বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, সুদীপ্ত হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের ওপর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ২৪ আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় চার্জ গঠন করেন। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলায় বিচার শুরু হয়েছে। মামলার পরবর্তী ধার্য তারিখ ৩০ অক্টোবর।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তৎকালীন চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তদন্ত শেষে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।

মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ২৪ জন আসামি রয়েছে। অভিযোগপত্রে ৭৫ জনকে সাক্ষী করা হয়েছে।

শেয়ার