শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার বিকাশ ঘটাতে “সততার আলো, প্রাণে প্রাণে জ্বালো” এ শ্লোগানে ঠাকুরগাঁওয়ের চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন দুর্নীতি দমন কমিশন তথা দুদক।
গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার পীরগঞ্জ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়, বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ের প্রায় চারশ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পট, খাতাসহ দূর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক ওয়াশকুরনী ও জাহাঙ্গীর আলম, সহকারি পরিদর্শক মো. শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।