Top

বিসিক শিল্পনগরী ঝিনাইদহে কর্মরত শ্রমিক-কর্মচারীদের করোনা ভ্যাকসিন প্রদান

০২ নভেম্বর, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
বিসিক শিল্পনগরী ঝিনাইদহে কর্মরত শ্রমিক-কর্মচারীদের করোনা ভ্যাকসিন প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি :

বিসিক শিল্পনগরী, ঝিনাইদহে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিক কর্মচারীদের করোনা (কভিড-১৯) ভ্যাকসিনের প্রদান করা হয়েছে।

আজ (১ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, ঝিনাইদহ সদরের সহযোগিতায় বিসিক শিল্পনগরীতে ভ্যাকসিনেশন বুথ স্থাপনের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী করোনা (কভিড-১৯) ভ্যাকসিনের ১ম ডোজ/২য় ডোজ/ বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।

বিসিক শিল্পনগরী ঝিনাইদহের ৪০টি উৎপাদনমূখী শিল্পকারখানার ২৩৭ জন শ্রমিক কর্মচারীকে যারা করোনা (কভিড-১৯) ভ্যাকসিনের কোন ডোজই গ্রহণ করেনি তাদেরকে ১ম ডোজ, যারা ইতোমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদেরকে ২য় ডোজ এবং যারা ২য় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।

এসময় বিসিক জেলা কার্যালয় ঝিনাইদহের উপব্যবস্থাপক সেলিনা রহমান, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল বারিকসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার