Top

ব্যাংকিং খাতের আসল চিত্র দ্রুত জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৭ নভেম্বর, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
ব্যাংকিং খাতের আসল চিত্র দ্রুত জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :

দেশের ব্যাংকিং খাতের আসল চিত্র জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এ নির্দেশ দেন।

বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংকিং খাতের বিষয় নিয়ে সভায় সরাসরি আলোচনা হয়েছে। ব্যাংকিং ও ফাইন্যান্স বিভাগকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। যেহেতু এটা নিয়ে চারদিকে এত কথাবার্তা উঠছে, আসল চিত্রটা কী, সেটা দেখে দ্রুত আমাদের জানাবেন তারা।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি শোনার পর আমি ইন্টারনেটে গিয়ে দেখলাম কয়েকটা ব্যাংকের ব্যাপারে ইউটিউবে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। তবু এটাকে অবহেলা করা হয়নি। এগুলো দেখে আসল চিত্র জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।

শেয়ার