Top

জঙ্গি ইস্যুতে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৭ নভেম্বর, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
জঙ্গি ইস্যুতে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :

জঙ্গিরা কোনোভাবেই যেন কারো কোনো শেল্টার বা সহায়তা কিংবা কোনো আর্থিক সুবিধা নিতে না পারে- সেদিকে সবাইকে দৃষ্টি রাখার জন্য সভায় সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এ নির্দেশ দেন।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় বিশেষ করে জঙ্গির বিষয়ে একটু বিশেষ সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। কারণ, পার্বত্য চট্টগ্রামে আপনারা দেখেছেন পুলিশ কিছু জঙ্গিকে চিহ্নিত করেছে এবং তার মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। অবস্থান চিহ্নিত করে তাদের আটক এবং জনগণকে সতর্ক করে দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া তারা যেন কোনোভাবেই কারো কোনো শেল্টার বা সহায়তা অথবা কোনো আর্থিক সুবিধা নিতে না পারে- সেদিকে দৃষ্টি রাখার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

‘সম্প্রতি দুই জঙ্গি ছিনতাই হয়েছে’ -এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বুধবার এ বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভায় আলোচনা করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

‘এখনও কেন ধরা পড়েনি’ -এ বিষয়ে তিনি বলেন, এগুলো তো আর খোলামেলা আলাপ করা যাবে না। বুধবার সব সংস্থার সঙ্গে বসে কীভাবে কী করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। কাছাকাছি অনেক তথ্য একত্র করেছি।

শেয়ার