Top

বিইউপি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বীমা চুক্তি

২৮ ডিসেম্বর, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
বিইউপি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বীমা চুক্তি
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিইউপি’র বিজয় মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

বিইউপি’র পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এয়ার কমোডর মো. শফিকুল ইসলাম এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি (পি) এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, পিএইচডি (অব.)।

এছাড়াও উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়র্

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মজীবীরা আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।

শেয়ার