Top

তুরস্কে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

০২ জানুয়ারি, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
তুরস্কে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার
প্রবাস ডেস্ক :

ভূমধ্যসাগরে তুরস্কের উপকূলে পৃথক অভিযানে ২০১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তুরস্কের দাবি, গ্রিস কর্তৃপক্ষ অভিবাসন প্রত্যাশীদের তুরস্কের সমুদ্র এলাকায় পুশব্যাক করছে।

বৃহস্পতিবার এক অভিযানে দেশটির বদরুম এবং ডাটকা শহরের উপকূল থেকে ১০৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় বলে জানায় তুরস্কের কোস্টগার্ড। এই অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে সহায়তার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

এদিকে আরেক অভিযানে তুরস্কের সেজমে শহরের উপকূল থেকে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়া কুসাদাসি সমুদ্র উপকূল থেকেও ৩২জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। একটি রাবারের নৌকায় করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন তারা।

যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিক সমস্যায় থাকা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনেকেই তুরস্ক হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন।

তবে এ নিয়ে দ্বীপরাষ্ট্র গ্রিসের সাথে প্রায়ই তুরস্কের কূটনৈতিক বিকর্ত তৈরি হয়। গ্রিসের কোস্টগার্ড অভিবাসনপ্রত্যাশীদের বেআইনিভাবে পুশব্যাক করে বলে দাবি করছে তুরস্ক।

 

শেয়ার