এই তো সম্প্রতি রায়হান রাফি ‘সুড়ঙ্গ’সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচিত হলে পরে তাকে বাদ দেন। এজন্য পরিচালক তার ফিটনেসকে দায়ী করেন। বিষয়টি নিয়ে দীঘি ও রাফির মধ্যে কথার লড়াই চলেছে কয়েকদিন।
ওই ঘটনার পর দীঘি উপলব্ধি করেন, সত্যিই তার ওজন কমানো প্রয়োজন। সেজন্য ডায়েট মেনে খাওয়া শুরু করেন। ফলাফল ছয় কেজি ওজন কমিয়ে ফেলেন তিনি।
দীঘি বলেন,নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার। গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব।
এর আগে নিজের ওজন নিয়ে দীঘি বলেছিলেন,সবাই আমার ওজন নিয়ে এতটাই চিন্তিত যে, তারা আক্ষরিক অর্থেই ভুলে গেছে আমি আসলে একজন অভিনেত্রী যার কাজ মূলত অভিনয় করা, জিম প্রশিক্ষক নয়।
শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে নাম লিখিয়েছিলেন দীঘি। একরত্তি বয়সেই অভিনয় দিয়ে মন জয় করেছিলেন সবার। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে বড় বেলায় এসে পর্দায় নিজেকে তিনি মেলে ধরতে পারেননি সেভাবে।