Top

১০০ কোটি ছাড়িয়েছে গুগল ওয়ানের ডাউনলোড

১২ জানুয়ারি, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
১০০ কোটি ছাড়িয়েছে গুগল ওয়ানের ডাউনলোড
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

গুগলের বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপ ‘গুগল ওয়ান’নতুন এক মাইলফলক অর্জন করেছে। সম্প্রতি অ্যাপটির ডাউনলোড সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।

গুগল ড্রাইভ, গুগল ফটোজ ও জিমেইল পরিষেবা নিয়ে ২০১৮ সালে যাত্রা করেছির গুগল ওয়ান পরিষেবা। ২ টেরাবাইট প্যাকেজ কেনা অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা অ্যাপটিতে অতিরিক্ত স্টোরেজ সুবিধা ছাড়াও ফ্রি ভিপিএন সুবিধা পায়। এতে ব্যবহারকারীর ডাটা এনক্রিপ্ট করা থাকে। ভিপিএন সুবিধা থাকায় অ্যাপ ব্যবহারকারীরা ইন্টারনেটে তাদের পরিচয় গোপন রাখার সুযোগ পায়। তৃতীয় পক্ষের অনলাইন মনিটরিং ও ডাটা চুরির ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে।

গুগল ওয়ান ব্যবহারকারীরা ই-মেইল, ফোন ও চ্যাটের মাধ্যমে গুগল এক্সপার্টদের থেকে সার্বক্ষণিক সহায়তা পেতে পারে। ২ টেরাবাইট ও ২০০ জিবি স্টোরেজ প্যাকেজের অ্যাপ ব্যবহারকারীরা গুগল স্টোর থেকে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পায়। এছাড়া গুগল ফটোতে ছবি এডিটিংয়ের জন্য অ্যাডভান্স এডিটিং ফিচার সুবিধা তো থাকছেই।

গুগল ওয়ান অ্যাপে স্টোরেজ প্যাকেজের মূল্য গ্রাহকের দেশ অনুযায়ী পরিবর্তিত হয়। যুক্তরাষ্ট্রে গুগল ওয়ান স্টোরেজ প্যাকেজগুলোর মূল্য ১০০ জিবি প্রতি মাসে ১ ডলার ৯৯ সেন্ট এবং বছরে ১৯ ডলার ৯৯ সেন্ট। ২০০ জিবি প্রতি মাসে ২ ডলার ৯৯ সেন্ট এবং বছরে ২৯ ডলার ৯৯ সেন্ট। ২ টেরাবাইট প্যাকেজ প্রতি মাসে ৯ ডলার ৯৯ সেন্ট এবং বছরে ৯৯ ডলার ৯৯ সেন্ট। এছাড়া ১০ টেরাবাইট, ২০ টেরাবাইট ও ৩০ টেরাবাইট কেবল মাসিক ভিত্তিতে কেনা যায়। এ প্যাকেজগুলোর জন্য গ্রাহকদের প্রতি মাসে গুনেতে হয় যথাক্রমে ৪৯ ডলার ৯৯ সেন্ট, ৯৯ ডলার ৯৯ ও ১৪৯ ডলার ৯৯ সেন্ট।

 

শেয়ার