Top

বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহিলা কমিশনে উরফি

১৪ জানুয়ারি, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ
বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহিলা কমিশনে উরফি
বিনোদন ডেস্ক :

গান্ধীগিরির দিন শেষ। মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’করে দিলেন উরফি জাভেদ।

শুক্রবার চিত্রার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহারাষ্ট্রের মহিলা কমিশনে পৌঁছান তিনি। কমিশনের চেয়ারপার্সন রূপালি চাকণকরের সঙ্গে দেখা করার পর উরফির দাবি, চিত্রার মন্তব্যে তার ওপর হামলায় উস্কানি রয়েছে।

সম্প্রতি চিত্রা বনাম উরফির ‘যুদ্ধ’ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উরফির বিরুদ্ধে ‘অশ্লীলতা’ছড়ানোর অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রে বিজেপির মহিলা মোর্চার সভাপতি চিত্রা। এমনকি, তার গ্রেপ্তারির দাবিও করেছেন। তবে তার পাল্টা হিসাবে ‘গান্ধীগিরির’পথে হেঁটেছেন উরফি।

সম্প্রতি একটি পিঠখোলা পোশাকে খোদ চিত্রাকে ট্যাগ করে ‘আই লাভ ইউ’লিখে বসেন তিনি। তবে এ বার একেবারে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন উরফি।

তার আইনজীবী নিতিন সাতপুতের দাবি, চিত্রা ওয়াঘের বিরুদ্ধে উরফি জাভেদকে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ক্ষমতাসীন দলের এক সদস্য যখন এই হুমকি দিচ্ছেন, তার অর্থ এতে সরকারের সমর্থন রয়েছে। এ ধরনের মন্তব্যে উরফির ক্ষতি হতে পারে। উরফিকে নিয়ে যাতে এ ধরনের মন্তব্য না করেন, সে জন্য ওয়াঘের বিরুদ্ধে মুম্বাই পুলিশের দ্বারস্থ হব।

 

শেয়ার