Top

জনবল সংকটে নোয়াখালী জেনারেল হাসপাতাল

১৫ জানুয়ারি, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
জনবল সংকটে নোয়াখালী জেনারেল হাসপাতাল
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেনারেল হাসপাতাল ১৮৬০ সালে ১৫০ শয্যা নিয়ে কার্যক্রম শুরু করে। ১৯৯৮ সালে এটি ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়। ১০০ শয্যা বৃদ্ধি করা হলেও বাড়েনো হয়নি এর জনবল।

একদিকে, জনবল সংকটে এখানে সেবা নিতে আসা রোগীরা প্রায় সময় দুর্ভোগে পড়তে হয়। অন্যদিকে, স্বল্প জনবল দিয়ে বিশাল জনগোষ্ঠীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতি মাসে এখানে গড়ে ৪৫ থেকে ৫০ হাজার রোগী ইনডোর এবং আউটডোরে চিকিৎসা সেবা নেন। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এখানে কাঙ্ক্ষিত সেবা পান না তারা। সময় মত ডাক্তার রাউন্ড না দেয়া, জরুরি মুহূর্তে নার্স ও ওয়ার্ড বয়দের না পাওয়ায় বিভিন্ন সময় বিপাকে পড়তে হয় তাদের। ল্যাবে বিভিন্ন সব ধরনের টেস্টের সুবিধা থাকলেও জনবল না থাকায় দালালের শরণাপন্ন হতে হয় তাদের। জনবল সংকটে কাজের বাড়তি চাপে হিমশিম খেতে হয় নার্সদেরকেও।

জানা যায়, হাসপাতালটি ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হওয়ার প্রায় ২৪ বছর পার হলেও এখনো ১৫০ শয্যার আলোকেই জনবল নিয়োগ করা হয়। তবে সে আলোকেও পূর্ন জনবল নেই এখানে। হাসপাতালে ১৫০ শয্যার বিপরীতে ৫৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে ৪৩ জন। অপরিদকে, ১৮৮ জন সিনিয়র স্টাফ নার্সের বিপরীতে রয়েছে ১৭৬ জন। তৃতীয় শ্রেণীর ৩৬ জনের বিপরীতে ২৬ জন এবং চতুর্থ শ্রেণীর ৭৭ জনের বিপরীতে ৬৩ জন কর্মচারী রয়েছে। হাসপাতালটিতে ২৫০ শয্যার আলোকে চিকিৎসক নিয়োগ দেয়া হলেও নূন্যতম ৭৫ জন চিকিৎসক থাকার কথা বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া এখানে প্যাথলোজিস্ট, রেডিওলোজিস্ট ও রেডিওগ্রাফারের ও সংকট রয়েছে।

হাসপাতালের জনবল সংকটের বিষয়টি নিশ্চিত করে তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হেলাল উদ্দিন বলেন, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখনো ১৫০ শয্যার আলোকে জনবল নিয়োগ করা হয়। সে আলোকেও এখানে জনবলের সংকট বিদ্যমান। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। আমরা চাই এখানে প্রয়োজনীয় শূন্য পদ পূরণ করা হোক। তাহলে সেবা নিতে আসা রোগীদের আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো।

 

শেয়ার