Top

ঢাবিতে চাইনিজ স্প্রিং ফেস্টিভাল গালা অনুষ্ঠিত

১৯ জানুয়ারি, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
ঢাবিতে চাইনিজ স্প্রিং ফেস্টিভাল গালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

চীনা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘চাইনিজ স্প্রিং ফেস্টিভাল গালা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশী ডিরেক্টর অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির। তাছাড়া চীনা দূতাবাসের সাংস্কৃতিক শাখার কার্যনির্বাহী সদস্য লাং লাং,শান্ত-মারিয়াম কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশী ডিরেক্টর মাসুদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মাসুম ইকবাল অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

বক্তব্য পর্ব শেষে দেশের চীনা ভাষা বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথি এবং দশর্কদের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব সম্পাদন করেন। এতে ঢাবির চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীবৃন্দ, শান্ত-মারিয়াম কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক ও শিক্ষার্থী, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ড্রাগন লায়ন ড্যান্স এসোসিয়েশন সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন।

চীনা দূতাবাসের স্পন্সরে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, শান্ত-মারিয়াম-হংহ কনফুসিয়াস ক্লাসরুম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি চীনা নববর্ষ অনুষ্ঠিত হবে।

বিপি/আজাদ

শেয়ার