চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নি বিষ্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দিষ্ট কোন মূল্য তালিকা না থাকা, জনসম্পৃক্ত এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি ও অগ্নি নির্বাপক যন্ত্র পর্যাপ্ত না রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথ ভাবে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এদিনে অভিযানে সাবা এন্টারপ্রাইজকে ১০ হাজার, শিমু এন্টারপ্রাইজ কে ১০ হাজার, মেঘনা ট্রেডার্স কে ১ হাজার, হাজী এন্টারপ্রাইজকে ৫ হাজার এবং হাজী ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ ৫ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমুন নেছা, ভোক্তা অধিকার চাঁদপুরের পরিচালক নুর হোসেন রুবেল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।