Top

ঢাবিতে কুয়েত মৈত্রী হলের প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

২৬ জানুয়ারি, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
ঢাবিতে কুয়েত মৈত্রী হলের প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে হলে অবস্থানরত শিক্ষার্থীরা। হলের দায়িত্বে প্রভোস্টের অবহেলার জেরে এ আন্দোলন শুরু হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কুয়েত মৈত্রী হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি ভবনের সামনে এসে থামে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে হল প্রভোস্টের অনিয়ম এবং হেয়ালি আচরণের অভিযোগ করে আসছিলেন। কিন্তু দায়িত্বরত শিক্ষক তা কানে নেয়নি। এমনকি হল কাঠামোর পরিবর্তন নিয়ে শিক্ষার্থীরা দাবি জানালেও তাতে কর্ণপাত করেননি ড. নাজমুন নাহার। আজকে বাধ্য হয়ে হল গেইটের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তবুও দায়িত্বরত শিক্ষকদের থেকে কোন সাড়া না পেয়ে তারা ভিসির কাছে তারা দাবিদাওয়া জানাতে এসেছেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আজকে সরস্বতী পূজা উপলক্ষে হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসেন। হলের এমন আয়োজনে প্রভোস্ট ম্যাম হলে উপস্থিত ছিলেন না। হলের সর্বোচ্চ দায়িত্বশীল একজন শিক্ষক থেকে এমন আচরণ আমরা আশা করিনি।

আরেক শিক্ষার্থী বলেন, স্নাতক তৃতীয় বর্ষে পড়েও এখনো সিট পাইনি। অথচ অন্যান্য হলের শিক্ষার্থীরা প্রথম বর্ষে সিট পাচ্ছে। এটা নিয়ে ম্যামকে বারবার অভিযোগ জানালেও তিনি কোন সুরাহা করেননি। তাছাড়া কয়েকদিন আগে হলে আগুন লাগলেও ম্যাম তার দায়িত্বের টানে একবারও দেখতে আসেননি।

এ ব্যাপারে জানতে চেয়ে হল প্রভোস্টকে কল দেওয়া হলেও মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

শেয়ার