ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি আয়োজিত ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা-১৮’ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে ‘বঙ্গবন্ধুর মানস-গঠন: সময় ও পরিপার্শ্বের প্রভাব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম।
বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন।