Top

আল জাজিরার প্রতিবেদন এতদিন বন্ধ করল না কেন বিটিআরসি

১০ ফেব্রুয়ারি, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
আল জাজিরার প্রতিবেদন এতদিন বন্ধ করল না কেন বিটিআরসি

আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওপর ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত শুনানি নিয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) এ ক্ষোভ প্রকাশ করেন আদালত।

আদালতের প্রশ্ন, বিশ্বের কয়েক কোটি মানুষ এরইমধ্যে আল-জাজিরার প্রতিবেদনটি দেখেছেন। বিটিআরসি এতদিন কী করল, আপত্তিকর কিছু সম্প্রচার বন্ধের বিটিআরসির ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আদালতের কাঁধের ওপর বন্দুক রাখা হচ্ছে?

এখন এগুলো বন্ধ করা না করা সমান বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

শেয়ার