Top

একুশে বইমেলায় রিয়াজুল হকের ‘পার্থিব আসক্তি অকল্যাণকর’

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
একুশে বইমেলায় রিয়াজুল হকের ‘পার্থিব আসক্তি অকল্যাণকর’
নিজস্ব প্রতিবেদক :

অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মোঃ রিয়াজুল হকের তৃতীয় গ্রন্থ ‘কুরআন ও হাদিসে পার্থিব আসক্তি অকল্যাণকর’। বইটির প্রচ্ছদ করেছেন মোঃ জহিরুল হক।

অমর একুশে বইমেলায় টিএসসি গেট সংলগ্ন অন্বেষা প্রকাশনের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি নিয়ে লেখক মোঃ রিয়াজুল হক বলেন, জাগতিক বিষয়াদি নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে, আমরা ভুলেই যাই এই পৃথিবী থাকার জায়গা না। নানারকম ব্যস্ততায় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই। ইবাদতে গাফিলতি করি। অথচ আল্লাহর কাছে এই পৃথিবী মূল্যহীন। সুতরাং পৃথিবীতে আপন ভাবার কোন সুযোগ নেই।

লেখক আরও বলেন, পৃথিবী মানুষের থাকার জায়গা না। আবার মৃত্যুকালে পৃথিবীর কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নেই। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে, সেই বিষয়গুলো পাঠকের কাছে সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

বইটির প্রকাশক অন্বেষা প্রকাশনের কর্ণধার মোঃ শাহাদাত হোসেন বলেন, পার্থিব আসক্তি অকল্যাণকর গ্রন্থটি কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে, যা সাধারণ পাঠকের মনের চিন্তার জগতে পরিবর্তন আনবে বলে দৃঢ় বিশ্বাস করি।

লেখক রিয়াজুল হকের জন্ম গোপালগঞ্জে। তিনি কেন্দ্রীয় ব্যাংকে যুগ্ম পরিচালক পদে কর্মরত আছেন এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে নিয়মিত কলাম লিখে থাকেন।

বিপি/এএস

শেয়ার