টিউশনির প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি আলমগীর হোসেন। তিনি গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ও স্থানীয় ঘোনাপাড়া মোড়ের থা ইন চাই রেস্টুরেন্টের পরিচালক।
শুক্রবার (১১ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় ভুক্তভোগী ছাত্রীকে টিউশনির কথা বলে শহরের নবিনবাগ এলাকায় তার বাসায় ডেকে নেন আলমগীর। পরে ঐ বাসায় যাওয়ার পরে সে তাকে একাধিক বার ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
জানা যায়, এর আগে আলমগীর ঐ ছাত্রীকে দীর্ঘদিন ধরে তার সন্তানকে পড়ানোর কথা বলে বাসায় আসতে বলেন। পরে বাসায় যাওয়ার সাথে সাথে ভুক্তভোগী ছাত্রী রুমে ঢুকলে আলমগীর দরজা আটকে দেন৷ বাসায় পরিবারের অন্য কোন সদস্য না দেখায় ঐ ছাত্রী বের হওয়ার কথা বললে তিনি অসম্মতি জানান। তখন অভিযুক্ত আলমগীর ভুক্তভোগী ছাত্রীকে নাস্তার কথা বলে তার উপর ঝাপিয়ে পড়ে।
এসময় ছাত্রীর পরনের পোশাক ছিঁড়ে কয়েক দফায় ধর্ষণের চেষ্টা করতে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী। পরে এক পর্যায়ে নামাজের কথা বলে ঐ শিক্ষার্থী তাকে জায়নামাজ আনতে বলে। অভিযুক্ত আলমগীর পাশের রুমে জায়নামাজ আনতে গেলে বাহির থেকে দ্রুত দরজা আটকে দেয় ঐ ছাত্রী। পরবর্তীতে বেলকনি দিয়ে বাহিরের মানুষের সহযোগিতার জন্য চিৎকার করলে পাশ্ববর্তী বাসার এক মহিলা এসে দরজা খুলে ভুক্তভোগীকে উদ্ধার করেন। এসময় ভুক্তভোগী শিক্ষার্থী বন্ধুদের ফোনালাপের মাধ্যমে থানার শরণাপন্ন হন। পরে গভীর রাত পর্যন্ত তার সহপাঠী ও বন্ধুরা থানায় অবস্থান করেন।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পরে বারবার প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে বন্ধের দিন থাকায় তাদের বেশিরভাগ সদস্য গোপালগঞ্জের বাইরে অবস্থান করছিলেন।
ভুক্তভোগীর দাবি, ঘটনাটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল। বারবার জোরাজোরি স্বত্তেও তাকে ছাড়তে রাজি হয়নি অভিযুক্ত আলমগীর। পরে বের হয়ে দ্রুত শিক্ষক ও সহপাঠীদের জানান।
তবে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান অভিযুক্ত আলমগীর হোসেন। তিনি বলেন, তার সাথে আমার প্রায়ই টিউশনি নিয়ে কথা হত। তাকে আমার সাথে বাসায় বা রেস্টুরেন্টে দেখা করার কথাও বলেছি। কিন্তু এখন আমাকে ফাঁসাতে ধর্ষণের অভিযোগ দেওয়া হচ্ছে।
তবে ফাঁকা বাসায় একা কেন একটি ছাত্রীকে ডেকেছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বারবার এড়িয়ে ঘটনা ভিন্ন খাতে টানার চেষ্টা করেন।
এ ঘটনায় মধ্যরাতে রেজিস্টার বাদী হয়ে তার পক্ষে ডেপুটি রেজিস্টার মোঃ মোরাদ হোসেন থানায় এজাহার দায়ের করেন। এতে ঘটনার সার্বিক বিষয় জানিয়ে উপাচার্য দপ্তর, প্রক্টরিয়াল বডি ও ভুক্তভোগীর পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে মামলা এজাহার করা হয়েছে বলে জানানো হয়।
এজাহার সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এবং এসপি, এএসপি ও ওসির সাথে এবিষয়ে কথা বলেছি। ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। এবং অভিযুক্ত ব্যক্তির তথ্য সংগ্রহ করছেন।
এ ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনা ঘটার মৌখিক অভিযোগ পাওয়ার পর থেকে তদন্ত চলমান করেছি৷ এবং এখন পর্যন্ত আমরা অভিযান চলমান রেখেছি। কিন্তু অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোন বন্ধ রাখার কারনে তার অবস্থান সংযুক্ত করা কঠিন হয়ে যাচ্ছে৷ অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে কিনা, এবিষয়ে জিজ্ঞাসা করেন তিনি বলেন, আমরা অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছি। তিনি জেলা আইনজীবীর সদস্য। এবং আমরা তাকে যতদ্রুত সম্ভব আইনের আওতায় আনা চেষ্টা করছি।