Top

ঢাবিতে ৪র্থ আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ
ঢাবিতে ৪র্থ আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘৪র্থ আভাই জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ডিগ্রী ও নন-ডিগ্রী প্রোগ্রামের মোট ১৬জন শিক্ষার্থী।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক এবং জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।

অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ের উপর জাপানি ভাষায় বক্তৃতা প্রদান করেন। এতে মিজ খ্রীষ্টিনা মিতি রোজারিও, মি. শাহের আজাদ এবং মিজ উজমা ইফরীত অপসী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের কালচারাল সেকশনের মি. কিয়োহেই ইয়ামামোতো এবং কোকোরোযাশি এন্ড কাযুকো ভূঁইয়া জাপানিজ কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মি. কুনিয়াকি ওকাবায়াশি।

অনুষ্ঠানের বক্তব্য পর্বে জাপানি ভাষার বিভাগীয় প্রধান, বিচারকগণ এবং পরিচালকবৃন্দ এই ধরণের সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

শেয়ার