ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর র্যাগিং ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার কয়েকজন সহযোগী কর্তৃক ওই ছাত্রী নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী ও শাখা ছাত্রদল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) পৃথক পৃথক সংবাদ বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনগুলো
এদিকে ঘটনার তদন্তে বুধবার আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিতে একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার মো. আলীবদ্দীন খানকে সদস্য সচিব এবং প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হল প্রভোস্ট ড. ইয়াসমিন আরা সাথী ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলমকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ছাত্র ইউনিয়নের প্রতিবাদলিপিতে বলা হয়, আবাসিক হলের অভ্যন্তরে ১ম বর্ষের একজন ছাত্রীকে যেভাবে র্যাগিংয়ের নামে নির্যাতন করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় অভিযুক্ত মূল হোতা ছাত্রলীগ নেত্রীসহ তার সহযোগীদের উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। ক্যাম্পাসে ইতোপূর্বে বিভিন্ন সময়ে নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ার ফল এই নারী নির্যাতনের ঘটনা। এতে যারা জড়িত ও যারা এসব নেত্রী ও কর্মীদের মদদদাতা তাদেরকে শাস্তির আওতায় এনে প্রশাসন প্রমাণ করুক যে, তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপোষহীন।
বিবৃতিতে ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ ওই ছাত্রীকে নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানান।
অপর বিবৃতিতে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, এরকম ঘটনা ক্যাম্পাসে নিত্যনৈমিত্তিক। এর পূনরাবৃত্তি রোধ করতে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, চিঠি হাতে পেয়েছি। যতদ্রুত সম্ভব সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদঘাটনের চেষ্টা করবো।
প্রসঙ্গত, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রীকে রাতভর র্যাগিং ও নির্যাতন করার অভিযোগ উঠে। শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে ১৪ই ফেব্রুয়ারি হল প্রভোস্ট, প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ওই ছাত্রী। লিখিত অভিযোগে শাখা ছাত্রলীগ নেত্রী পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাচ্ছুমসহ ৭/৮জন কর্তৃক রাতভর দফায় দফায় এলোপাতাড়ি চড় থাপ্পড়সহ শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় বলে জানায় ভুক্তভোগী। নির্যাতনের কথা বাইরে জানালে ধারণকৃত ভিডিও বাইরে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় বলে জানায় ভুক্তভোগী ওই ছাত্রী।