ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রীকে রাতভর র্যাগিং ও নির্যাতনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহকর্মী তাবাসসুমকে কাল সোমবার (২০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। সকাল ১০টায় অভিযুক্তরা ক্যাম্পাসে আসবেন বলে জানা গেছে।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ”ওই দুই ছাত্রী ক্যাম্পাসে আসবেন বলে তদন্ত কমিটিকে নিশ্চিত করেছে। প্রথমে প্রশাসনিক ও পরে হল তদন্ত কমিটি তাদের সাথে কথা বলবে। আমরা গেট থেকে তাদের নিয়ে আসবো। তদন্ত শেষ করে যতটুক এগিয়ে দিয়ে আসা দরকার দিয়ে আসবো, গতকাল যেভাবে অভিযোগকারীকে রিসিভ করেছিলাম ও এগিয়ে দিয়ে এসেছিলাম।”
এর আগে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) তদন্ত কমিটির ডাকে ক্যাম্পাসে এসেছিলেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরি। উভয় তদন্ত কমিটি ভুক্তভোগীর থেকে সেদিনের ঘটনার বর্ণনা শোনেন। পরে ভুক্তভোগীর সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত শেষে বিকেলে ভুক্তভোগী ও তার সঙ্গে আসা তার বাবা ও মামা ক্যাম্পাস ছেড়ে চলে যান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, “তদন্তের কাজ চলমান রয়েছে। শনিবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে ভুক্তভোগী ও গণরুমের মেয়েদের বক্তব্য শুনেছি। তদন্তের স্বার্থে এখন কিছু বিষয় বলা যাচ্ছে না। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারব।”
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে অভিযুক্তদের ডাকা হয়েছে তাছাড়াও কারো কাছে তথ্য-প্রমাণ থাকলে তদন্ত কমিটির কাছে জমা দিতে উন্মুক্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।”
প্রসঙ্গত, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরিকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। এই ঘটনায় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাচ্ছুমসহ আরও ৭/৮ জন জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গণরুমের ও হলের শিক্ষার্থী সূত্রে ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম উঠে এসেছে। আইন বিভাগের ছাত্রী ইসরাত জাহান মীম, ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া জড়িত ছিলেন বলে জানা গেছে। তারা তিনজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী।