Top

হোমিওপ্যাথিক চিকিৎসকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
হোমিওপ্যাথিক চিকিৎসকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক :

হোমিওপ্যাথিক চিকিৎসকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন হোমিওপ্যাথিক চিকিৎসকদের সংগঠন হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লিখতে না পারা এবং হোমিওপ্যাথির নামে হোমিওপ্যাথিক নীতিবিরুদ্ধ ঔষধ বাজার থেকে অপসারণ ও এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ও সমস্ত সংকট মোকাবেলায় সকল হোমিওপ্যাথিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ডাঃ ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ডঃ ফারুক হোসেন ও বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডাক্তার এ কে এম শহিদুল্লাহ।

ডাক্তার মোঃ নাসিরউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক ডক্টরস রাজশাহী বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক ড. রকিব উদ্দিন ও হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের উপদেষ্টা ডাঃ এম এ খালেক।

দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় অধিবেশনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুক ইলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডঃ মুহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন হোমিওপ্যাথি ডক্টরস পয়েন্টের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ ও সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অসীম কৃষ্ণ চৌধুরী।

শেয়ার