ক্যাম্পাসে ‘ র্যাগিং ও যৌন হয়রানি’র বিরুদ্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পদ যাত্রা, সমাবেশ, সচেতনামূলক লিফলেট বিতরণ ও আর্ট ক্যাম্প করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের স্ব স্ব হল ইউনিটের নেতাকর্মীরা বেলা ১২টার দিকে দলীয় টেন্টে এসে সমবেত হয় ৷
পরে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সেখান থেকে র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির তিন শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আর নেতিবাচক সংবাদের শিরোনাম হতে চাই না।
আমরা সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। সমাবেশে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা সবসময় রাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে আছি। এই ধরণের কাজকে আমরা কোনভাবে সমর্থন করি না। তিনি ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ১৮হাজার শিক্ষার্থীই আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের বোন, আমাদের আপনজন।
আপনারা প্রত্যেক নবীন শিক্ষার্থীর অভিভাবক হিসেবে তাদের পাশে দাঁড়ান। যেন তারা ভাবে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগই সবসময় সাধারণ শিক্ষার্থীদের উপকারে কাজ করে।সমাবেশ শেষে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে র্যাগিং ও যৌন হয়রানি বিরোধী লিফলেট বিতরণ করেন।