Top

আগামীকাল থেকে চালু হচ্ছে ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস

০১ মার্চ, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
আগামীকাল থেকে চালু হচ্ছে ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস
পুঁজিবাজার ডেস্ক :

সূচকের পতন ঠেকাতে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস (শেয়ার দর কমার সর্বনিম্নসীমা) পুনরায় চালু করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ফ্লোর প্রাইস তুলে দেওয়া নিয়ে ২০২২ সালের ২১ ডিসেম্বরে প্রণীত সাময়িক নির্দেশনা প্রত্যাহার করা হলো। আগামীকাল থেকে পুনরায় বাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস চালু করা হবে।

ফ্লোর প্রাইস নির্ধারণের ক্ষেত্রে ফেব্রুয়ারির ২৬ তারিখ থেকে মার্চের ১ তারিখ পর্যন্ত ক্লোজিং প্রাইসের গড় কিংবা এ ব্যাপার নিয়ে ২০২২ এর ২৮ জুলাই প্রণীত নির্দেশনা মানা হবে। দুই পদ্ধতি বিবেচনায় কোম্পানির সর্বনিম্ন দর ফ্লোর প্রাইস হিসেবে নির্ধারিত হবে।

এর আগে ২০২২ সালের ২১ ডিসেম্বর পুঁজিবাজারের লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ প্রতিষ্ঠানের শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম এক দিনে সর্বোচ্চ ১ শতাংশের বেশি কমতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়। তবে এসব প্রতিষ্ঠানের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়ার সুযোগ ছিলো।

সূচকের পতন ঠেকাতে গত ২০২২ সালের ২৯ জুলাই থেকে তালিকাভুক্ত সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ওপর ফ্লোর প্রাইস আরোপের সিদ্ধান্ত নেয় বিএসইসি। ওই সময় বিএসইসির পক্ষ থেকে এ সিদ্ধান্তকে সাময়িক ব্যবস্থা বলা হলেও এবার তেমন কোন মন্তব্য করা হয়নি।

এর আগে বিএসইসির এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারের সূচক ৬৭০০ না পৌঁছা পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে। ফ্লোর প্রাইস তোলা নিয়ে উপরের মহলের চাপ থাকলেও বিএসইসিকে এবেলায় বেশ কঠোর মনে হচ্ছে।

বিপি/আজাদ

শেয়ার